এই সপ্তাহেই মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আইপিএলে ম্যাচসেরা হওয়ার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বিরাট কোহলি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই কিং কোহলি ছাড়িয়ে গেলেন ভারতের এই সাবেক অধিনায়ককে। রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ৭ উইকেটের জয়ে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কোহলি।
এই ম্যাচে আইপিএলে কোহলির ক্যারিয়ারের ৬৭তম ফিফটি এসেছে। এই রেকর্ডে তিনিই এখন এককভাবে শীর্ষে। ৬৬ ফিফটি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওয়ার্নার।
ম্যাচসেরা হওয়ার দিক থেকেও কোহলি গড়েছেন আরেকটি মাইলফলক। এখন পর্যন্ত ১৯ বার ম্যাচসেরা হয়ে তিনি ছুঁয়েছেন রোহিত শর্মার রেকর্ড। ভারতীয়দের মধ্যে এখন দুজনই যৌথভাবে শীর্ষে। তবে সবমিলিয়ে তালিকার শীর্ষে আছেন এবি ডি ভিলিয়ার্স (২৫ বার)। দ্বিতীয় স্থানে ক্রিস গেইল (২২), আর তৃতীয় স্থানে রোহিত ও কোহলি (১৯)। ধোনির সঙ্গে চতুর্থ স্থানে আছেন ওয়ার্নার (১৮ বার)।
রান আর রেকর্ড—দুই জায়গাতেই নিজের রাজত্ব ধরে রেখেছেন বিরাট কোহলি।