আমি এখন একজন কনটেন্ট ক্রিয়েটর : হিল্লোল

একসময়ের জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল। অনেক বছর ধরেই পরিবার নিয়ে আমেরিকায় স্থায়ী হয়েছেন। আগের মতো আর অভিনয়ে দেখা যায় না তাকে। বর্তমানে ব্যস্ত রয়েছেন ফুড ভ্লগিং নিয়েই।

গত আট বছর ধরে একটি ফুড শো করছেন এ অভিনেতা। এই মুহুর্তে ঢাকায় আছেন এ অভিনেতা। সেই সুবাদে এবার শিল্পী সংঘের নির্বাচনে ভোট দিতে আসেন তিনি। সেখানেই গণমাধ্যমের সঙ্গে আলাপ হয় তার।

জানান, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে উপভোগই করছেন তিনি।

হিল্লোল বলেন, ‘আমি এখন একজন কনটেন্ট ক্রিয়েটর। দেশ-বিদেশের খাবার নিয়ে আমার কাজ। যার সুবাদে পৃথিবীর বিভিন্ন দেশের খাবার ও সংস্কৃতি সম্পর্কে আমার জানার সৌভাগ্য হয়েছে।

এ বিষয়টি আমি উপভোগ করছি। কারণ আমার যখন মন চাইবে আমি তখনই কাজটি করতে পারি। এর জন্য সময় নির্ধারণ করতে হচ্ছে না। কোনো রুটিন নেই, পুরোটাই নির্ধারণ হচ্ছে আমার মুডের ওপর। যার ফলে আমি আমার মতো করে কাজ করছি এবং নিজের মতো সময় কাটাচ্ছি।

এতেই আমি খুশি এবং ইউটিউবে কনটেন্ট তৈরি উপভোগ করি আমি।’

অভিনয় জীবনের ব্যস্ততা নিয়েও কথা বলেন হিল্লোল। জানান, দুটি আলাদা প্ল্যাটফর্ম। দুই জায়গায় কাজ করার অভিজ্ঞতা অন্যরকম। তাই তিনি অভিনয়ে যখন ব্যস্ত সময় পার করেছেন তখন সেটি উপভোগ করেছেন। এখন ইউটিউবিং উপভোগ করছেন।

অভিনয়ের পাশাপাশি একসময় দাম্পত্য জীবন নিয়ে বেশ আলোচনায় ছিলেন হিল্লোল। ২০০৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নিকে। যদিও বিয়ের পর শুরু হয় দাম্পত্য কলহ। এর মধ্যে আসে সন্তান ওয়ারিশা। তাঁদের মধ্যে কলহ তীব্র আকার ধারণ করায় ২০০৯ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তিন্নি-হিল্লোল। একসময় পাকাপাকি বিচ্ছেদও হয়ে যায় আলোচিত এই জুটির। এরপর ছোট পর্দার আরেক অভিনেত্রী নওশীনের সঙ্গে সংসার বাঁধেন হিল্লোল।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025
img
বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 21, 2025