বলিউডের বক্স অফিসে বেশ ভালোই সাড়া ফেলেছে সানি দেওলের ছবি ‘জাট’। মুক্তির ১০ দিনেই ছবিটি আয় করে নিয়েছে প্রায় ৭০ কোটি রুপি। দর্শকদের মুখে মুখে ‘জাট’ নিয়ে প্রশংসাও যেমন চলছে, পাশাপাশি সিনেমাটি নিয়ে চলছে তুমুল বিতর্ক। এমন সময়ে ছবির সিক্যুয়েল ঘোষণা দিলেন অভিনেতা সানি দেওল।
রোববার এক ভিডিও বার্তায় এমনই এক বার্তা দিয়েছেন অভিনেতা। দেখা যায়, শীতের পোশাকে এক পাহাড়ি এলাকায় সানি। এমন সময়ে হাঁটতে হাঁটতে সানি জানালেন, খুব শীঘ্রই জাটের সিক্যুয়েল আসবে, আর সেটাও হতে যাচ্ছে অ্যাকশনধর্মী।
এদিকে ‘জাট’ ছবির একটি দৃশ্য নিয়ে তুমুল সমালোচনা চলছে। এই ছবির একটি দৃশ্যে গির্জায় ক্রুশের নীচে দাঁড়িয়ে রণদীর হুডার অপমানজনক আচরণ মেনে নিতে পারেনি খ্রিষ্টান সম্প্রদায়। ছবি ব্যান করার আবেদন জানানো হয় তাদের পক্ষ থেকে। শুধু তাই নয়, ছবির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। তবে ছবির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলেও তা সন্তোষজনক হয়নি।
এমন পরিস্থিতিতে ‘জাট-এর সিক্যুয়েলের ঘোষণার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটা বুঝতে চাইছেন অনেকেই। তবে সানি এই বিতর্ক নিয়ে পরে আর কোনো কথা বলেননি।
এসএন