৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালেন ট্রাম্প, ভারতীয়দের মতো পরানো হয়নি হাতকড়া!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির আওতায় এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ শাখা এবং বিমানবন্দর ইমিগ্রেশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়। ফেরত পাঠানোদের মধ্যে ৩০ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। তাদের মধ্যে অনেকেই অভিবাসন মামলায় হেরে গিয়েছিলেন কিংবা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন বলে জানা গেছে।

তাদের মধ্যে তিনজনকে বিশেষ নিরাপত্তা কর্মীরা সরাসরি ঢাকায় পৌঁছে দিয়েছেন। বাকিদের পাঠানো হয়েছে সাধারণ যাত্রীর মতো। সর্বশেষ গত শনিবার একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচজন বাংলাদেশিকে নেপাল হয়ে ঢাকায় আনা হয়েছে।

ফেরত আসা একজন, নোয়াখালীর শাহাদাত হোসেন জানান, গত ৯ মার্চ তাকে ফেরত পাঠানো হয়। “তারা আমাকে এমিরেটস এয়ারওয়েজের ফ্লাইটে তুলে দিয়েছিল। কোনো অসম্মানজনক আচরণ করেনি, হাতকড়াও পরানো হয়নি। আমি সাধারণ যাত্রীর মতো এসেছি,” বলেন শাহাদাত, যিনি যুক্তরাষ্ট্রে সাধারণ অ্যাসাইলামের আবেদন করেছিলেন, তবে তা প্রত্যাখ্যাত হয়।

পুলিশের বিশেষ শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশি নাগরিকদের সম্মানের সঙ্গে ফেরত পাঠাতে শুরু থেকেই সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। অন্য দেশের নাগরিকদের সামরিক বিমানে ও হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোর ঘটনা থাকলেও বাংলাদেশিদের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়নি।

ট্রাম্প প্রশাসন কেবল অবৈধ অভিবাসীই নয়, গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে আন্দোলনে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদেরও ফেরত পাঠাচ্ছে।

যদিও এখনো স্পষ্টভাবে জানা যায়নি কত বাংলাদেশি যুক্তরাষ্ট্রে অবৈধ অবস্থানে আছেন, তবে মার্কিন কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে অবৈধ অবস্থানকারীদের তালিকা জানায় এবং সেসব তথ্য বাংলাদেশে পাঠানো হয়। এরপর পুলিশের বিশেষ শাখা যাচাই-বাছাই করে তাদের ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করে। প্রত্যেকবারই সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আগেভাগে অবহিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন তদারককারী তিনটি সরকারি সংস্থা হলো– হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন, এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। ট্রাম্প ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশ জারির মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন। বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এবার শাকিবের বিপরীতে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া? Jul 13, 2025
img
বিএনপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের জেরে লিগ্যাল নোটিশ Jul 13, 2025
img
প্রধান বিচারপতি নিয়োগে যে ঐকমত্যে এলো রাজনৈতিক দলগুলো Jul 13, 2025
ভাটারা থানার সেই মামলায় নায়িকা নুসরাতের পর জামিন পেলেন অপু বিশ্বাসও Jul 13, 2025
img
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত Jul 13, 2025
img
জরুরি অবস্থা জারিতে বিরোধী দলীয় নেতারও মতামত নিতে হবে : ডা. তাহের Jul 13, 2025
img
ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ Jul 13, 2025
img
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকার, ট্রলারসহ আটক ৬ Jul 13, 2025
img
১০৮ কোটি টাকা লেনদেনের অভিযোগে ফজলে করিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা Jul 13, 2025
img
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস Jul 13, 2025
img
বেচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি Jul 13, 2025
সেন্ট মার্টিন ভ্রমণে যোগ হলো পরিবেশ সংরক্ষণ ফি Jul 13, 2025
img
সিএনজি চালকদের সড়ক অবরোধ, বনানীতে তীব্র যানজট Jul 13, 2025
img
আগামী বছরের হজের খরচ আরও কমিয়ে আনার জন্য পরিকল্পনা নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা Jul 13, 2025
img
ঐকমত্যে পৌঁছানোর মাধ্যমে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ Jul 13, 2025
প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে জামায়াত Jul 13, 2025
যে আমল করলে মৃত্যুর পর সওয়াব পাবেন | ইসলামিক জ্ঞান Jul 13, 2025
সাকিবের জন্য দরজা খোলা, কিন্তু দেশের বাস্তবতা কি তাকে ফিরতে দেবে? Jul 13, 2025
ফুটবলের চারবারের চ্যাম্পিয়ন ইতালি এবার প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে Jul 13, 2025
জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ, ছয় জেনারেলের ওপর নজর দুদকের Jul 13, 2025