যে কারণে ব্লকবাস্টার সিনেমার পরেই আমিশাকে ‘অবসর’ নিতে বলেন এ পরিচালক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে হৃতিক রোশনের সঙ্গে ‘কাহো না প্যায়ার হ্যা’ দিয়ে বলিউডে দারুণ অভিষেক হয়েছিলো এই নায়িকার। প্রথম সিনেমাই বক্স অফিসে ব্লকবাস্টার খেতাব পায়।
তবে তার ক্যারিয়ারে অন্যতম মাইলফলক হয়ে আসে সানি দেওলের সঙ্গে ‘গাদার’ সিনেমাটি। অলটাইম ব্লকবাস্টার হয়ে যায় এটি।

মজার বিষয় হচ্ছে, ‘গাদার ২’-এর সাফল্যের পরই আমিশাকে অভিনয় থেকে অবসর নিতে বলেন বলিউডের প্রখ্যাত এক নির্মাতা। তিনি হচ্ছেন সঞ্জয় লীলা বানসালি।

তবে সেসময় বিষয়টি প্রকাশ না করলেও ২০২৩ সালে ‘গাদার ২’ মুক্তির সময় সঞ্জয়ের সেই পরামর্শের কথা প্রকাশ করেন আমিশা। বলিউড হাঙ্গামাকে একটি সাক্ষাৎকারে আমিশা জানান, ২০০১ সালে প্রথম ‘গাদর: এক প্রেম কথা’ মুক্তির পরেই তাকে অবসর নিতে বলেছিলেন সঞ্জয় লীলা বানসালি।

সঞ্জয় ‘গাদার’ দেখার পরে একটি সুন্দর চিঠি লিখেছিলেন আমিশাকে। প্রশংসাসূচক চিঠি। যখন আমিশা তার সঙ্গে দেখা করেন তখন তিনি বলেছিলেন, ‘আমিশা, তোমার এখন অবসর নেওয়া উচিত।’

আমিশা বলেন, ‘আমি বললাম, কেন?’ তিনি বলেছিলেন, ‘কারণ তুমি ইতিমধ্যে দুটি সিনেমা থেকে এমন কিছু অর্জন করেছো, যা বেশির ভাগ লোক তাদের পুরো ক্যারিয়ারে অর্জন করতে পারে না। জীবনে একবার ‘মুঘল-ই-আজম’, একটি ‘মাদার ইন্ডিয়া’, একটি ‘পাকিজা’, একটি ‘শোলে’তে কাজ করা যায়। তোমার দ্বিতীয় সিনেমায় এটি ছিল। তো এরপর কী?’

আমিশা বলেছেন, ‘আমি তখন এটা বুঝতে পারিনি। কারণ আমি ছোট ছিলাম, ফিল্ম জগতে নতুন ছিলাম।’

এর পরে বানসালির কথাই সত্যি হয়। আমিশা জানান, সঞ্জয় যা বলেছিলেন তা তার পুরো ক্যারিয়ার জুড়ে সত্য বলে প্রমাণিত হয়েছিল। কারণ মানুষ ‘গাদার’-এর সাফল্য হজম করতে পারেনি। কারণ এটি তার প্রথম সিনেমা ‘কাহো না পেয়ার হ্যায়’-কে ছাড়িয়ে যায়। দীর্ঘ ২২ বছর পর ‘গাদার ২’ আসার আগে পর্যন্ত তার অন্য কোন সিনেমা আর গাদরের সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেনি। ‘

২০০৩ সালে আমিশার একাধিক সিনেমা ব্যর্থ হয় বক্স অফিসে। অভিনেত্রী তখন থেকেই নির্মাতাদের পছন্দের তালিকা থেকে বাদ পড়তে শুরু করেন। যদিও আমিশা মনে করেন, ইন্ডাস্ট্রিতে একজন গডফাদার না থাকায় তার ক্যারিয়ার বেশিদুর যায়নি। ২০২৩ সালে সানি দেওলের সঙ্গে গাদারের সিক্যুয়ালে ফেরেন আমিশা। এটিও অলটাইম ব্লকবাস্টার হয়েছে বক্স অফিসে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাগেরহাটে তৈরি নান্দনিক কাঠের ঘর যাচ্ছে বিদেশে Apr 21, 2025
img
ডিসেম্বরের মধ্যে ভোট চায় জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি Apr 21, 2025
img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025