কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। সদ্য তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা। দীর্ঘদিনের প্রেমিকা শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে আইনি বিয়ে সেরেছেন তিনি। আগামী ৬ মার্চ ধুমধাম করে বসবে বিয়ের আসর। সোশ্যাল মিডিয়া খুললেই এখন কাঞ্চন-শ্রীময়ীর বিয়ে নিয়ে নানান চর্চা চোখে পড়ছে। যদিও তিনি প্রথম নন, এর আগেও টলিপাড়ার একাধিক তারকা তিনবার বিয়ে করেছেন। আজকের প্রতিবেদনে এমনই কয়েকজন নাম তুলে ধরলাম আমরা।
কাঞ্চন মল্লিক: এই মুহূর্তে যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সেই কাঞ্চনের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। কাঞ্চন প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী অনিন্দিতা দাসকে। বিয়ের সাড়ে সাত বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় দু’জনের। এরপর অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নতুন জীবন শুরু করেন তিনি। সম্প্রতি সেই বিয়েও ভেঙেছে। এবার প্রায় ২৭ বছরের ছোট শ্রীময়ী চট্টরাজের হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়: ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও তিনবার বিয়ে করেছেন। ১৯৯২ সালে অভিনেত্রী দেবশ্রী রায়ের গলায় মালা দিয়েছিলেন তিনি। ১৯৯৫ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দু;জনে। এরপর ১৯৯৭ সালে অপর্ণা গুহঠাকুরতাকে বিয়ে করেন বুম্বাদা। ২০০২ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। এখন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সুখে সংসার করছেন প্রসেনজিৎ।
শ্রাবন্তী চট্টোপাধ্যায় : টলি সুন্দরী শ্রাবন্তী তিনবার বিয়ে করেছেন, তবে তিনবারই পরিণতি হয়েছে ডিভোর্স। প্রথমে খুব কম বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বহু বছর একসঙ্গে সংসার করার পর বিচ্ছেদের ঘোষণা করেন তাঁরা। এরপর মডেল কৃষাণ ব্রজের গলায় মালা দেন তিনি। সেই বিয়ে অল্প সময়ের মধ্যে ভেঙে যায়। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গেও বেশিদিন সংসার করতে পারেননি অভিনেত্রী।
কিশোর কুমার : কিংবদন্তি বাঙালি গায়ক কিশোর কুমার চারবার বিয়ে করেছিলেন। প্রথমে রুমা গুহাঠাকুরতাকে বিয়ে করেছিলেন তিনি। ৮ বছর সংসার একসঙ্গে সংসার করেছিলেন দু’জনে। এরপর বলিউডের প্রখ্যাত অভিনেত্রী মধুবালার সঙ্গে সংসার পাতেন কিশোর কুমার। অভিনেত্রীর অকাল প্রয়াণের সঙ্গে ইতি পড়ে তাঁদের সম্পর্কে।
কিশোর কুমারের তৃতীয় স্ত্রীও ছিলেন একজন বলিউড অভিনেত্রী। যোগিতা বালির সঙ্গে তৃতীয়বার পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছিলেন এই বাঙালি গায়ক। তবে বিয়ের দু’বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এরপর বলিউড অভিনেত্রী লীনা চন্দ্রভারকারের হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন গায়ক।
এফপি/টিএ