‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে,এটাই চমক

দেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন শুরু হতে যাচ্ছে। প্রায় আড়াই বছর পর আলোচিত এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হওয়ায় দর্শকরা ভীষণ খুশি। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিং শুরু হয়েছে। শিগগিরই মুক্তি পাবে নতুন সিজন।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং ও অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু হচ্ছে—এটাই চমক। এর বাইরে কোনো চমক নেই। আর হেভিওয়েট অভিনেতা বলতে তেমন কিছুই নয়। নিয়মিত অভিনয়শিল্পীরা রয়েছেন। কিছু নতুন মুখ থাকতে পারে। সব জানাব, মাত্র তো শুরু করলাম।

শ্যুটিং এর জায়গা নিয়ে অমি জানান, 'এখনো আমরা চূড়ান্ত করিনি বরিশালে শুটিং করব কি না, এরই মধ্যে আমরা শুটিং শুরু করেছি। আপাতত ঢাকায় করব, এখন নিকেতনে শুটিং করছি।'

এত দীর্ঘ বিরতি কেন? গণমাধ্যমের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দেখেন, আমি একটা সিজন শেষ করার পর সাথে সাথেই চাইলে নতুন সিজন শুরু করতে পারি। কিন্তু তাতে কোনো বৈচিত্র্যতা থাকবে না। প্রতিটি সিজনে আমি নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। এ জন্য পড়াশোনা, ভাবনা ও বিশ্লেষণ করি। সিজন ৫ করার জন্য আমার এই সময়টুকু লেগেছে, যদিও এর মাঝে অন্যান্য কাজও আমি করেছি।'

নতুন সিজনে অনেক নতুন কিছুই রয়েছে বলে জানান কাজল আরেফিন অমি। তিনি বলেন,‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম চারটি সিজন ছিল ধারাবাহিক। সিজন ৫ সম্পূর্ণভাবে হতে যাচ্ছে বাংলা ভাষার দীর্ঘ পর্বের ওয়েব সিরিজ। এটার মুক্তি নিয়েও নানা পরিকল্পনা রয়েছে। সেসব আমরা সংবাদ সম্মেলন করে জানাবো।আমি যখন কিছুদিন আগে হিন্টস (ইঙ্গিত) দিয়েছিলাম তখন থেকে দর্শকরা নানাভাবে আমার সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করছিল কবে নতুন সিজন শুরু করছি। তারা দ্রুত শুরু করার চাপও দিচ্ছিল। আর যখন সত্যি ঘোষণা দিলাম, তখন তো তারা ভীষণ খুশি। নানাভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছে। সেই আগের মতোই উন্মাদনা দেখা যাচ্ছে।'

সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম 'হাউ সুইট' নিয়ে তিনি বলেন,'এটি একটি রোমান্টিক কমেডি ধাঁচের ওয়েব ফিল্ম। একটা চ্যালেঞ্জ ছিল, কিন্তু দর্শকেরা এটা দারুণভাবে গ্রহণ করেছে। অপূর্ব-ফারিণ জুটিকে দর্শকেরা খুবই চমৎকারভাবে নিয়েছে। এটার রেশ কিন্তু এখনো শেষ হয়নি।'

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মৌলভীবাজারে বিলুপ্তপ্রায় গন্ধগোকুলের ৩ বাচ্চা উদ্ধার Apr 21, 2025
img
চলে গেলেন পোপ ফ্রান্সিস, এখন নতুন পোপ নির্বাচন করা হবে যেভাবে Apr 21, 2025
img
কক্সবাজারে গিয়ে ৬ তরুণ নিখোঁজ Apr 21, 2025
img
দ্রুত মামলা নিষ্পত্তির জন্য পৃথক আদালত স্থাপনের পদক্ষেপ Apr 21, 2025
img
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময় Apr 21, 2025
img
ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা ঘুষ দাবি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক Apr 21, 2025
img
ঢাকায় ইইউভুক্ত দেশের জন্য ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার Apr 21, 2025
img
অসুস্থ অভিনেত্রী ববিতা Apr 21, 2025
img
ভারতে মাওবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে প্রাণ গেল অন্তত ৮ জনের Apr 21, 2025
img
বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার Apr 21, 2025