ব্রাহ্মণ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কের মুখে বলিউডের স্বনামধন্য পরিচালিক অনুরাগ কাশ্যপ। প্রতীক গান্ধীর ছবি ‘ফুলে’-র ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ব্রাহ্মণদের উপর ক্ষোভ উগরে দেন তিনি। তারপর থেকেই কটাক্ষের মুখে এই নির্মাতা।
আপত্তিকর মন্তব্যের জন্য অনবরত হুমকিও পাচ্ছেন অনুরাগ। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী পায়েল ঘোষ। কয়েক বছর আগে অনুরাগের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার ‘ব্রাহ্মণ’ বিতর্কে সরাসরি শাস্তি চাইলেন নির্মাতার।
বিতর্কের সূত্রপাত ‘ফুলে’ ছবিকে কেন্দ্র করে। জ্যোতিরাও ফুলের চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। কিন্তু ছবি নিয়ে আপত্তি জানান ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষেরা। তার জেরেই সিবিএফসি থেকে ছাড়পত্র পেতে দেরি হয়।
এ প্রসঙ্গেই অনুরাগ মন্তব্য করেছিলেন, ‘ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি।’ ব্যস, তারপরই কঠোর সমালোচনার শুরু। শুধু তাই নয়, থানায় দায়ের করা হয় এফ আই আর।
পায়েল দাবি করেছেন, এই মন্তব্যের জন্য অনুরাগকে সমাজ থেকে এবং বলিউড থেকে বয়কট করা উচিত।
পায়েল বলেছেন, “অনুরাগ কাশ্যপ বরাবরই খুবই খারাপ ও বিরক্তিকর একটা মানুষ। তাই আমি অবাক হইনি। হিন্দু ধর্মে আমরা নারীদের দেবী বলে মানি। কিন্তু তিনি তো সম্মতি ছাড়াই মেয়েদের গায়ে হাত দেন। তাই তিনি ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। এটা জেনে অবাক হওয়ার কী আছে? তিনি যা বলেছেন, তা অত্যন্ত লজ্জাজনক। এ ধরনের মানুষের সমাজে বা বলিউডে জায়গা হওয়াই উচিত নয়।”
পায়েল ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘তাকে ছাড়াই এই ইন্ডাস্ট্রি ভালো থাকবে। অন্যদের প্রতি যাদের কোনও সম্মান নেই, তাদের এখানে দরকার নেই। বহু খারাপ কাজ করে পার পেয়ে গেছেন। কিন্তু কর্মফল তো ভুগতেই হবে। আশা করছি কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।’
আরআর