বাংলাদেশের বিপক্ষে 'দারুণ জয়ের' আশা রায়ান বেনেটের

দ্বিতীয় দিন শেষে সিলেট টেস্টে জিম্বাবুয়ের থেকে ২৫ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ৫৭ রানে ১ উইকেটের পর তৃতীয় দিন আজ ব্যাট করতে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজের মতে টেস্টের লাগাম এখনও স্বাগতিকদের কাছেই আছে। তবে ভিন্ন সুরে কথা বললেন জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বেনেট। সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন এখনো দারুণ জয়ের স্বপ্ন দেখছে তার দল।

বেনেট বলেন, ‘(ম্যাচ জেতার) দারুণ সুযোগ আমাদের সামনে। কালকে আবার এসে ভালোভাবে লড়াই করতে হবে আমাদের। এই ম্যাচে এখনও অনেক খেলা বাকি আছে। ফলে আগে থেকে কিছুই জানতে পারবেন না আপনি। কাল এসে লড়াই করব আমরা।’

পরে সিলেটের উইকেট নিয়ে বেনেট জানান, ‘এখন মনে হচ্ছে (উইকেট) ব্যাটিংয়ের জন্য কিছুটা সহজ হচ্ছে। শুরুতে বেশি টার্ন ছিল। তবে প্রথম দিনে সময়ের সাথে সাথে উইকেট সহজ হয়েছে ব্যাটিংয়ের জন্য। সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে।’

নাহিদ রানার বলে গতকাল দিনের শুরুতে আউট হয়েছিলেন বেনেট। বাংলাদেশি এই সেনসেশনের বোলিং এর প্রশ্নে তার মন্তব্য, ‘অবশ্যই তার (রানার) ভালো গতি আছে। আমি খেলার আগে বল ভালো করে দেখে নেই। আমার দিক থেকে কিছু মিস এক্সিকিউশন ছিল যে কারণে আমি আউট হয়েছি।’

উইকেটের পেছন থেকে ক্যাচ মিস প্রসঙ্গে বেনেটের ভাষ্য, ‘অবশ্যই অনেক সুযোগ মিস করেছি আমরা। কেউ ক্যাচ মিস করতে চায় না। ফলে সবাই সবাইকে ব্যাক করেছে। কেউ কারও সাথে চিৎকার চেঁচামেচি করেনি ক্যাচ মিস করা নিয়ে। কালকে আমরা আরও ভালো হয়ে ফিরে আসতে চাই।’

এফপি 

Share this news on: