উড্ডয়নের পূর্বে বিমানে আগুন, অল্পের জন্য ২৯৪ আরোহীর রক্ষা

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের আগে একটি বিমানে আগুন ধরে গেছে। বিমানটিতে প্রায় ৩০০ আরোহী ছিলেন। আগুনের ঘটনার পর তারা দ্রুত বিমানটি থেকে বের হয়ে আসেন এবং এতে তারা অল্পের জন্য রক্ষা পান।

দেশটির অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে টারম্যাকে থাকা অবস্থায় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগার পর যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানের ডান পাশের ইঞ্জিন থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে এবং যাত্রীরা ইনফ্লেটেবল জরুরি স্লাইড দিয়ে নামছেন।

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১২১৩ অরল্যান্ডো থেকে আটলান্টার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। বিমানে তখন প্রায় ৩০০ জন মানুষ ছিলেন—এর মধ্যে ২৮২ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট।

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে। বিমানবন্দরের অগ্নিনির্বাপণ ও উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।”

একটি ভিডিওতে দেখা যায়, বিমানের পাশে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা টারম্যাকে অপেক্ষা করছেন।

ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানানো হয়, “ইঞ্জিনে আগুন দেখা যাওয়ার সঙ্গে সঙ্গেই কেবিন থেকে যাত্রীদের বের করে আনা হয়।”

এয়ারলাইন্সটি আরও বলেছে, “আমরা যাত্রীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞ এবং তাদের এমন অভিজ্ঞতার জন্য দুঃখিত। নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই নয়। আমরা যত দ্রুত সম্ভব যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছি।”

এদিকে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের Apr 22, 2025
এনসিপি নেতাদের কটাক্ষ করে যা বললেন রুমিন ফারহানা Apr 22, 2025
img
ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে আছেন : মির্জা ফখরুল Apr 22, 2025
জুলাই বি'প্ল'বীদের যেভাবে দমন করতে বলেছিলেন হাসিনা, অডিও ফাঁ'স! Apr 22, 2025
img
সাতক্ষীরা সীমান্তে নারী-শিশুসহ ১২ বাংলাদেশি আটক Apr 22, 2025
নিবন্ধন পেতে ইসির দ্বারে ৬৫ রাজনৈতিক দল Apr 22, 2025
আওয়ামী লীগের সবচেয়ে ইয়াং আ সা মির বয়স ৬৫, পালাবে না: পান্না Apr 22, 2025
img
পরীক্ষা কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করায় বহিষ্কার ৭ পর্যবেক্ষক Apr 22, 2025
img
এবার বাবা সিদ্দিকির ছেলেকে হত্যার হুমকি Apr 22, 2025
img
বিমানবন্দর নেমেই মাঠে ছুটলেন কোচ হ্যাভিয়ের Apr 22, 2025