বিএনপি কার্যালয়ে হামলার মামলায় আ.লীগ নেতার তিন দিনের রিমান্ড
মোজো ডেস্ক 06:05PM, Apr 22, 2025
মানিকগঞ্জে বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হলে এ রিমান্ড আদেশ দেওয়া হয়। যদিও মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন, আদালত প্রাথমিক তদন্তের স্বার্থে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, চলতি মাসের ৮ এপ্রিল বেলা ১১টার দিকে আত্মসমর্পণের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা দেন গোলাম মহীউদ্দীন। ওই দিন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার দিন রাজনৈতিক উত্তেজনার মধ্যে জেলা বিএনপি কার্যালয়ে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় গোলাম মহীউদ্দীনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।”