বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। বিষয়টি মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর।
তবে মঙ্গলবার রাত পর্যন্ত ইন্টারপোলের অফিসিয়াল ওয়েবসাইটে বেনজীর আহমেদের নামে কোনো রেড নোটিশ দেখা যায়নি।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, রেড নোটিশটি জারি করা হয় চলতি মাসের ১০ এপ্রিল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে, গত জুলাই মাসে দেশে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)। এই আবেদন তিনটি ধাপে করা হয় বলে জানা গেছে।