বিশ্বকাপ খেলা নিশ্চিত হওয়ার পর আইসিসি র্যাঙ্কিংয়েও সুখবর পেলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পেয়েছেন বাংলাদেশ নারী দলের তিন বোলার নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়।
ব্যাটিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পেয়েছেন শারমিন আক্তার, রিতু মনি ও মারুফা আক্তার। নারী ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা।
উন্নতি হয়েছে মারুফা, রাবেয়া খান ও ফাহিমা খাতুনেরও। এক ধাপ এগিয়ে ২২তম স্থানে উঠে এসেছেন রাবেয়া, দুই ধাপ এগিয়ে ৪৬তম স্থানে ফাহিমা। ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯ নম্বরে পেসার মারুফা আক্তার।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন শারমিন আক্তার। ১৫ ধাপ এগিয়েছেন রিতু মনিও। এখন তার অবস্থান ৭৩তম। ক্যারিয়ার-সর্বোচ্চ অবস্থান না হলেও সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন রিতু (৩৩৯)।
উল্লেখ্য, লাহোরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হারার পর অপেক্ষায় ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অবিশ্বাস্য ব্যাটিংয়ে ১০.৫ ওভারেই থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের লক্ষ্য পেরোলেও নেট রানরেটের সূক্ষ্ণতম ব্যবধানে (০.০১৩) এগিয়ে থেকে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে নিগার সুলতানার দল।
আরএম/টিএ