ছাত্রদলের সম্মেলনে ছাত্রলীগের সাবেক নেতা, রাজনীতিতে তোলপাড়

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উপস্থিতিতে পাবনার এডওয়ার্ড কলেজে অনুষ্ঠিত ছাত্রদলের সম্মেলনে অংশ নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের এক সাবেক নেতা। এতে ছাত্ররাজনীতিতে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।

রোববার (২০ এপ্রিল) অনুষ্ঠিত সম্মেলনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহাদাত হোসেন নামের ওই নেতা, যিনি রাবি ছাত্রলীগের সৈয়দ আমীর আলী হল শাখার সাবেক সহ-সভাপতি। ২০২২ সালের ২৪ মার্চ তাকে এ পদে দায়িত্ব দেয় তৎকালীন কিবরিয়া-রুনু কমিটি।

শাহাদাতের গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার নলখোলা গ্রামে। তাঁর বাবা শহিদুল ইসলামও একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কিবরিয়া-রুনু কমিটি বিলুপ্তির পর শাহাদাত আওয়ামী লীগ নেতা জেবর আলীর ঘনিষ্ঠ হন বলে দলীয় সূত্রে জানা গেছে। বর্তমানে রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল মিঠুর ঘনিষ্ঠ হিসেবে তাঁর নাম উঠে এসেছে।

সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভোটের মাধ্যমে রাকিবুল ইসলাম রাকিব সভাপতি ও ইমরুল কায়েস কাব্য সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি এবং অন্যান্য ইউনিটের নেতারা।

শাহাদাতের উপস্থিতি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। একপক্ষ বলছে, তিনি ছাত্রদলের কেউ নন, আবার অন্যপক্ষ বলছে, তিনি ছাত্রদলের পরিচয়ে এসেছেন।

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহি বলেন, “মিঠুর পরিচিত হিসেবে শাহাদাত সেখানে এসেছিলেন। আমি পরে জানতে পারি সে একসময় ছাত্রদলের পদে ছিল। বর্তমানে সে ছাত্রদলের কেউ না।”
যুগ্ম আহ্বায়ক মিঠু বলেন, “সে আমার ঘনিষ্ঠ কেউ না। নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দেয়। সম্মেলনে গিয়ে হয়তো সুযোগ নিয়ে ছবি তুলেছে।”

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন নিজেকে ছাত্রদলের পোস্টেড নেতা দাবি করে বলেন, “২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে আমার নামে বিস্ফোরক আইনে মামলা হয়। ব্যবসা রক্ষায় ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক রাখতে হয়েছিল।”

তিনি আরও বলেন, “আমি ছাত্রলীগের কেউ না। ছাত্রদলের সাধারণ সম্পাদককে দেখে আবেগে ছবি তুলেছি।”

এ বিষয়ে জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো সাড়া মেলেনি।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
৮২ বছর বয়সেও ক্লান্তিহীন অমিতাভ, জানালেন ফিট থাকার রহস্য Apr 23, 2025
img
স্পাইডার-ম্যান হতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! Apr 23, 2025
img
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন Apr 22, 2025
img
ছয় বা বেশি সন্তানের মায়েদের জাতীয় মেডেল দেবেন ট্রাম্প Apr 22, 2025
img
‘এপিএসরা দুর্নীতি করবে আর উপদেষ্টারা বলবেন আমার টাকা-পয়সা নাই!’ Apr 22, 2025
img
আওয়ামী মুক্ত করার নামে প্রশাসনকে বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হচ্ছে: মাসুদ কামাল Apr 22, 2025
img
যুদ্ধ পরবর্তী পরিকল্পনা নিয়ে ইসরায়েলের বৈঠক Apr 22, 2025
img
কেরানীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, গ্রেফতার ১ Apr 22, 2025
img
আগামীতে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন হবে : আমানউল্লাহ আমান Apr 22, 2025
img
২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৯৬ কোটি ডলার Apr 22, 2025