তুরস্কের রাজধানী ইস্তানবুলে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হানায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এসব ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি। কম্পনের সময় বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং আতঙ্কে মানুষজন রাস্তায় বেরিয়ে আসে।
আঞ্চলিক ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এর বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, তিনটি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালীটির ছিল ৬ দশমিক ২ মাত্রার। তারা জানিয়েছে, একের পর এক ভূমিকম্প স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপণ করতে পারেনি কর্তৃপক্ষ। তবে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে কাউকে প্রবেশ না করার অনুরোধ জানিয়েছেন তারা। কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেয়া হচ্ছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু করেছেন।
জানা গেছে, ইস্তানবুলের সিলিভরি জেলায় দুপুর ১২টা ১৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এরপর ১২টা ৪৯ মিনিটে আবারও কেঁপে ওঠে একই এলাকা। দ্বিতীয় কম্পনটি ছিল সবচেয়ে শক্তিশালী—৬ দশমিক ২ মাত্রার।
এর মাত্র দুই মিনিট পর, ১২টা ৫১ মিনিটে ইস্তানবুলের বুয়ুকসেকমেসে এলাকায় আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৪।
পরে ইস্তানবুলের পশ্চিমাঞ্চলের বুয়ুকসেকমেসে এলাকায় আরও তিনটি ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে বলে জানানো হয়েছে।
আরএ/টিএ