ডিপিএল ঝলকে বিজয়ের টেস্ট প্রত্যাবর্তন

সিলেট টেস্টে হতাশাজনক পরাজয়ের দিনেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জায়গা করে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার এনামুল হক বিজয়।

৩২ বছর বয়সী বিজয়ের টেস্টে ফেরাটা এসেছে লম্বা বিরতির পর। সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে এবারের ডিপিএলে গাজী গ্রুপের হয়ে তার ব্যাট থেকে এসেছে চারটি সেঞ্চুরি—যার সর্বশেষটি আবাহনীর বিপক্ষে।

ধারাবাহিক এই পারফরম্যান্সই ফেরাল তাকে লাল বলের দলে।

বিজয়ের অন্তর্ভুক্তিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, যিনি যদিও সিলেট টেস্টে একাদশে ছিলেন না, ছিলেন কেবল স্কোয়াডে।

দলে আরও একটি পরিবর্তন এসেছে পেসার নাহিদ রানাকে নিয়ে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা থাকায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ২৮ বছর বয়সী এই স্পিনার ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন চারটি টি–টোয়েন্টি ম্যাচ।

সিরিজে টিকে থাকতে চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয় ছাড়া কোনো পথ নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

বাংলাদেশ স্কোয়াড (২য় টেস্ট):

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অনিক, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

 আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ভাইরাল Apr 24, 2025
img
কাশ্মিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত Apr 24, 2025
img
কাতারে শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Apr 24, 2025
img
কাশ্মিরের ঘটনায় বলিউডে শোকের ছায়া Apr 24, 2025
img
ভারতের পদক্ষেপে ‘পাকিস্তানও উপযুক্ত জবাব দিতে প্রস্তুত’: খাজা আসিফ Apr 24, 2025
img
অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টাকে কুয়েট উপ-উপাচার্যের অনুরোধ Apr 24, 2025
img
৩ হাজার ২৭৯ দিন পর রোহিতের এমন কীর্তি Apr 24, 2025
img
২৪ এপ্রিল ২০২৫, আজকের নামাজের সময়সূচি Apr 24, 2025
সন্তানের খোঁজে আজও অপেক্ষায় আছে পরিবার Apr 24, 2025
অবশেষে সরিয়ে দেয়া হলো কুয়েট ভিসিকে ! Apr 24, 2025