চার বছরের সম্পর্কে ইতি টানলেন সামিরা

চার বছরের প্রেম শেষ, বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

এর আগে প্রেমের কথা প্রকাশ্যে আনলেও এবার জানালেন প্রণয়ের ইতি টানার খবর। শুধু বিচ্ছেদই নয়, একের পর এক খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন মাহি। ক্লান্ত-ভেঙে পড়া এই অভিনেত্রী বলছেন, এখন যেন শনির দশা চলছে তাঁর জীবনে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সামিরা খান মাহি বেশকিছু ছবি পোস্ট করে লিখেছেন, গত কয়েকটা দিন ভীষণ কষ্টের কেটেছে।

ট্রোল্ড হওয়া থেকে শুরু করে- আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া- সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।

মাহি যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের প্রতি দুঃখও প্রকাশ করেছেন। বললেন, 'আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি।

আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটা বলতে ভয় পাই না আমি।'

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলবো চোখের জলও শেয়ার করা যায়।

জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই লিখেছেন, জীবন সবসময় পরিশ্রুত এবং নিখুঁত হয় না- এবং আজকে আমার কাছে এটাই সত্য।

এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়। চার বছর সম্পর্কের পর বিচ্ছেদের কথা জানালেন মাহি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ