জোভান-নীহার নতুন নাটক ‘মেঘের বৃষ্টি’

‘মেঘের বৃষ্টি’—ঈদ উৎসব পেরিয়ে এবার আসছে অন্য এক প্রেমের নাটক। যে গল্পে ফারহান আহমেদ জোভানকে দেখা যাবে আমেরিকা প্রবাসী এক যুবকের চরিত্রে। অন্যদিকে নাজনীন নীহাকে দেখা যাবে ঢাকা মেডিকেলের শিক্ষার্থী হিসেবে।

গল্পের শুরুতে দেখা যাবে, আমেরিকা থেকে দেশে এসে বিয়ে করার পরিকল্পনা করছে মেঘ। তার মা তাকে প্রতিবারই দেশ থেকে কিছু পাঠালে মেয়েদের ছবি এবং নিজ হাতে তাদের বৃত্তান্ত লিখে পাঠায়। অনিচ্ছাতেও সেখান থেকে মেঘ একটা খাম খোলে। যার নাম ঋতু। তার জীবনবৃত্তান্তে মা লিখেছেন, ‘মেয়ে ঢাকা মেডিকেল কলেজে পড়ে। খুবই নরম স্বভাবের মেয়ে। সাধারণত বোরকা-হিজাব ছাড়া বাসা থেকে বের হয় না। নামাজি, কম কথা বলে। আমার ধারণা এ মেয়ে তোরে জ্বালাবে না, তোর মুখের ওপর কথা বলবে না। তোর কথায় উঠবস করবে। শুধু একটাই সমস্যা, মেয়ের কোনও ভাই-বোন নাই। তার মানে তুই শালা-শালীর সাথে মজা করার সুযোগ পাবি না। অবশ্য সবকিছু একসাথে পাওয়া যায় না। মেয়ের রেটিং ১০-এর মধ্যে ১০।’

তবে এসব বিবরণ নয়, ঋতুর ছবি দেখেই মুগ্ধ হয় মেঘ। সিদ্ধান্ত নেয়, দেশে ফিরেই মেয়েটিকে বিয়ে করবে। দেশে ফিরে ঋতুর সঙ্গে দেখা হয় তার। কিন্তু দেখা যায়, মায়ের বর্ণনার সঙ্গে বাস্তব ঋতুর কোনো মিল নেই!

নাটকে মেঘ চরিত্রে অভিনয় করেছেন জোভান, আর ঋতু চরিত্রে নীহা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন ইমদাদ বাবু, আর পরিচালনা করেছেন মাসরিকুল আলম। প্রযোজনায় রয়েছে সিএমভি, প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। এটি দ্রুতই মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।  

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

এই দেশের মানুষ বিএনপিকেই চায় Apr 24, 2025
যে চার্জার ব্যবহার করলে ব্যাটারির কার্যক্ষমতা বাড়ে Apr 24, 2025
img
৮২ হাজার লিটার ডিজেল ছড়িয়ে পড়েছে দানিউব নদীতে Apr 24, 2025
অশ্লীলতার অভিযোগে জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ Apr 24, 2025
img
‘সহস্রাধিক শ্রমিক হত্যায় দায়ীদের শাস্তি না হওয়া লজ্জার’ Apr 24, 2025
নির্বাচনকে ঘিরে যে বার্তা দিলেন বিএনপির আমীর খসরু Apr 24, 2025
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করা উচিত’ Apr 24, 2025
img
কি কারণে দর্শককে মারতে গিয়েছিলেন খুশদিল? Apr 24, 2025
ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলেই ধরবে এআই! Apr 24, 2025
কাশ্মীরের ঘটনায় পাকিস্তানিদের সব ধরনের ভিসা স্থগিত করল ভারত Apr 24, 2025