‘রাজপথে প্রথম আমি বুক পেতে দাঁড়াই, পরবর্তীতে ১৬ জুলাই আবু সাঈদ ভাই শহীদ হন’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি ২০২৪ সালের ১১ জুলাইয়ের ঘটনার স্মৃতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে।

স্ট্যাটাসে তিনি দাবি করেন, “২০২৪ সালের ১১ জুলাই রাজপথে হাসিনার পুলিশের বুলেটের সামনে এই আন্দোলনে প্রথম আমি বুক পেতে দাঁড়াই। পরবর্তীতে ১৬ জুলাই আমাদের সহযোদ্ধা শহীদ আবু সাঈদ ভাই একইভাবে বুক পেতে দেন এবং পুলিশের গুলিতে শহীদ হন।”

তিনি জানান, ওই দিনের একটি লাইভ ভিডিও, যেখানে তাঁকে পুলিশের দিকে দুহাত মেলে সামনে দাঁড়াতে দেখা যায়, সেটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি।

ভিডিওটির প্রেক্ষিতে রাফি লেখেন, “এদেশে ইতিহাস বিকৃত হয়, বিস্তৃতও হয় আবার কখনো মুছে যায়। অনেক ভেবেচিন্তে দেখলাম, এটা অন্তত আমার লেখা উচিত।”

স্ট্যাটাসে রাফি ক্ষোভ প্রকাশ করে বলেন, “১১ জুলাইকে কেন্দ্র করে কিছু মানুষ আমাকে গালাগালিও করছেন। অনেকে সেই ঐতিহাসিক মুহূর্তকে ট্রলের উপকরণ বানাচ্ছেন। এতে ব্যাপারটাকে সস্তা মনে হয়েছে, যদিও এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু কষ্ট লাগে, যখন দেখি আমাদেরই সহযোদ্ধারা সেই ট্রলে অংশ নিচ্ছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু আমরা তো একসাথে রাজপথে ছিলাম।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে রাফি জানান, সেদিন চট্টগ্রামের বটতলী স্টেশনে তারা কর্মসূচি ঘোষণা করেন। পুলিশ বারবার হুঁশিয়ারি দিলেও বিকেল ৪টার পরে প্রায় ২০০–২৫০ জন শিক্ষার্থী মিছিল শুরু করেন। টাইগারপাস মোড়ে গিয়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন তারা। প্রায় ৩০–৪০ মিনিট ধরে পুলিশের সঙ্গে বিতণ্ডার পর মিছিলে থাকা ছাত্রীরা বললে, তারা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।

রাফি লিখেছেন, “সেদিন পুলিশ ছেলে-মেয়ে দেখেনি। যাকে পেয়েছে তাকেই নির্মমভাবে পেটিয়েছে। একপর্যায়ে সবাই যখন দৌড়াতে শুরু করে, আমি দৌড়াতে দৌড়াতে সবাইকে ডাকছিলাম। কিন্তু মনে হলো, কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তখনই দাঁড়িয়ে গেলাম। কারণ আমি ওয়াদা করেছিলাম, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।”


এসএস

Share this news on:

সর্বশেষ

img
কেমন যাবে আজ ২৫ এপ্রিলের দিনটি? জেনে নিন রাশিফল Apr 25, 2025
img
মস্কোতে বিশেষ স্বীকৃতি পেল বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’ Apr 25, 2025
img
দুই প্রকল্পে বাংলাদেশকে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক Apr 25, 2025
img
আট লাখের বাংলাদেশ, আড়াই লাখের জিম্বাবুয়ের কাছেও ব্যর্থ! Apr 25, 2025
img
কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি গুলিবর্ষণ Apr 25, 2025
img
খালে পড়ে শিশু নিখোঁজ, ৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Apr 25, 2025
img
ফুলছড়িতে নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Apr 25, 2025
img
হামজার ‘অভিষেক’ ম্যাচের টিকিট অনলাইনে Apr 25, 2025
img
বদিসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Apr 25, 2025
img
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জাতিসংঘ মহাসচিবের Apr 25, 2025