কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডে উত্তাল ভারত। নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ জনগণ। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবেশী রাষ্ট্রকে ইতিমধ্যেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
পাকিস্তানি তারকাদের ভারতে আসা যাওয়ায় উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এর মাঝেই দক্ষিণী তারকা প্রভাস নাকি পাক সেনা কর্মকর্তার মেয়ের সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন! মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই সেই তরুণী নাকি ভারত ছাড়ার হুমকি পাচ্ছেন।
জানা গেছে, ওই তরুণীর নাম ইমানবী।
শিগগিরই চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন তিনি। তার প্রথম ছবির নায়ক প্রভাস— ছবির নাম ‘ফৌজি’। নায়ক-নায়িকার একসঙ্গে ছবি দেখে একদল ধারণা করে নেন যে প্রভাস হয়তো এই নবাগত নায়িকার সঙ্গে প্রেম করছেন। কিন্তু সত্যিই কি ইমানবী পাক সেনা কর্মকর্তার মেয়ে? অবশেষে সমাজমাধ্যমে মুখ খুললেন তিনি।
ইমানবী সাফ জানিয়েছেন, তার সঙ্গে পাকিস্তানের কোনও যোগ নেই। ইমানবী লেখেন, প্রথমেই বলতে চাই, কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, তার তীব্র নিন্দা করি। স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। শুধুমাত্র ঘৃণা ছড়িয়ে দেওয়ার জন্য আমার নামে নানা রকম ভুল খবর ছড়ানো হচ্ছে। এর তীব্র বিরোধিতা করছি।
স্পষ্ট করতে বলতে চাই, আমার এবং আমার পরিবারের সঙ্গে পাক সেনা এবং পাকিস্তানের সঙ্গে কোনও যোগাযোগ নেই। আমি আমেরিকার বাসিন্দা এবং ভারতীয় বংশোদ্ভূত।
ইমানবী জানিয়েছেন, তিনি হিন্দি, তেলুগু, গুজরাতি এবং ইংরেজি বলতে পারেন। লস অ্যাঞ্জেলেসে জন্ম তার। তবে তার পরিবারের সদস্যেরা ভারতেই থাকতেন। সুতরাং যা যা রটেছে, তার পুরোটাই গুজব।
আরএম/টিএ