আজ ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস

খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক ফাল্গুনী মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস আজ। ১৯৭৫ সালের ২৫ এপ্রিল (আজকের এই দিনে) পরপারে পাড়ি জমান তিনি। ফাল্গুনী মুখোপাধ্যায় তার ছদ্মনাম। তার আসল নাম তারাপদ।

তার বিখ্যাত উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন। এই দুটি উপন্যাস তার পাঠক সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে।

ফাল্গুনী মুখোপাধ্যায় ১৯০৪ সালের ৭ মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়রাশোলের নাকড়াকোন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। হেতমপুর কলেজে আই.এ. পড়ার সময়ই রাজরোষে পড়েন তিনি।

পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বি.এ পাশ করেন। তার নামে ২০০৭ সালে তার গ্রামের একটি পাড়ার নামকরণ করা হয় 'ফাল্গুনী পল্লি'।
তিনি ছিলেন 'বঙ্গলক্ষ্মী' মাসিকপত্রের সম্পাদক। সেখান থেকেই তার সাহিত্য জীবন শুরু হয়।

তার রচিত অন্যতম এবং বহুপঠিত দুটি উপন্যাস চিতা বহ্নিমান ও শাপমোচন।

১৯৫৫ সালে শাপমোচন উপন্যাস অবলম্বনে পরিচালক সুধীর মুখার্জি উত্তম কুমার-সুচিত্রা সেন জুটিকে নিয়ে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া ২০০৯ সালে দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশি নাট্য নির্মাতা এসএম দুলাল একই নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। আহসান হাবীব নাসিম ও মেহবুবা মাহনুর চাঁদনী অভিনীত টেলিফিল্মটি এনটিভিতে প্রচারিত হয়।

তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আকাশ বনানী জাগে, আশার ছলনে ভুলি, বহ্নিকন্যা, ভাগীরথী বহে ধীরে, মন ও ময়ূরী, জলে জাগে ঢেউ, মীরার বধূয়া, স্বাক্ষর, চরণ দিলাম রাঙায়ে উল্লেখযোগ্য।

এছাড়া তার রচিত দুটি কাব্যগ্রন্থ হলো- হিঙ্গুল নদীর কূলে ও কাশবনের কন্যা।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দলবদলের রেকর্ড: এবার জনতা পার্টিতে সাবেক এমপি আবু জাফর Apr 26, 2025
img
“সব ব্যথা এক নয়”—সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মউপলব্ধির বার্তা দিলেন প্রভা Apr 26, 2025
img
‘আড়ি’ প্রদর্শনের আগে বিতর্ক! নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা কাটাকাটি জিৎ চক্রবর্তীর Apr 26, 2025
img
দীর্ঘ বিরতির পর ‘সহচরী’ দিয়ে পর্দায় ফিরলেন মুনমুন সেন Apr 26, 2025
img
চলতি বছরে ৫ লাখ গাছ লাগাবে ডিএনসিসি Apr 26, 2025
img
যুক্তরাষ্ট্রজুড়ে আবারো ট্রাম্প বিরোধী বিক্ষোভ ! Apr 26, 2025
img
রহস্য, রোমাঞ্চ আর নারীর মেধা—সব মিলিয়ে জমেছে ‘ডিটেকটিভ চারুলতা’ Apr 26, 2025
img
‘গ্রিক গড’ হৃতিক নয়, সামান্থার চোখে সবচেয়ে সুন্দর মহেশবাবু Apr 26, 2025
img
পাঁঠার মাংস খেয়েছেন? এবার বাসন মাজুন—নানার ব্যতিক্রমী প্রতিশোধ Apr 26, 2025
img
তুরস্কের সাংবিধানিক আদালতে বক্তব্য দিলেন প্রধান বিচারপতি Apr 26, 2025