কাশ্মীর সংকটে এগিয়ে এলো ইরান

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। সম্প্রতি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে ইরানের সহায়তার প্রস্তাব দেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা উত্তেজনা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হয়েছেন। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষ কাজ করার ওপরও গুরুত্বারোপ করেছেন।

টেলিফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ধৈর্য ও সংযমের আহ্বান জানিয়ে বলেন, ইরান ভারতের পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও দৃঢ় সম্পর্ক বজায় রেখেছে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসহাক দার ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং উত্তেজনা কমাতে তেহরানের প্রচেষ্টাকে স্বাগত জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও আশা প্রকাশ করে, ভারত ও পাকিস্তান আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকবাহী একটি গাড়িতে হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়ে উঠেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করে যাচ্ছে।


এসএস/এসএন

Share this news on: