এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

​প্রচণ্ড গরমে দেশ পুড়ছে। রোদের তাপে বাইরে বেরোলেই ঘেমে একেবারে নাজেহাল অবস্থা, আর ঘরের ভেতরেও যেন একটু আরাম নেই। সারাক্ষণ এসির ঠাণ্ডায় থাকা সম্ভব নয়, তাছাড়া সবার ঘরেই তো শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই। ফ্যান চালিয়েও যেন গায়ে হাওয়া লাগে না। তবে চিন্তার কিছু নেই, এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখার বেশ কিছু সহজ ও কার্যকর উপায় রয়েছে।

চলুন, জেনে নিই এই তীব্র গরমে ঘর ঠাণ্ডা রাখার কিছু সহজ কিন্তু কার্যকর টিপস।

ভারী ও গাঢ় রঙের পর্দা ব্যবহার করুন

জানালার দিকে গাঢ় রঙের ভারী পর্দা লাগান। সকাল হলেই পর্দা টেনে দিন যাতে সরাসরি সূর্যের আলো ঘরে প্রবেশ না করে। এতে ঘরের তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

সকালবেলা ঘরের বাতিও নিভিয়ে রাখলে উপকার পাবেন।

ফ্যান পরিষ্কার রাখুন

সিলিং ফ্যান ঠিকঠাক ঘুরলেও বাতাস তেমন লাগছে না? ফ্যানে ধুলা জমে থাকলে এমনটা হতে পারে। নিয়মিত ফ্যান পরিষ্কার করুন। স্ট্যান্ড ফ্যানের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলা ভালো।

বিকেলের পর জানালা-দরজা খুলে দিন

সূর্য ডোবার পর জানালা-দরজা খুলে দিন যাতে বাইরে ঠাণ্ডা বাতাস ঘরে ঢুকতে পারে। সেই সঙ্গে ঘরের সব আলো নিভিয়ে রাখলে ঘর আরও দ্রুত ঠাণ্ডা হবে।

ইনডোর প্ল্যান্ট রাখুন

ঘরের পরিবেশ ঠাণ্ডা ও নির্মল রাখতে কিছু ইনডোর প্ল্যান্ট রাখুন। যেমন স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট বা পিস লিলি। এরা শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় না, বরং তাপমাত্রা কিছুটা কমাতেও সাহায্য করে।

আরএম/এসএন 

Share this news on: