কাশ্মীরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন বেসামরিক নাগরিক। মর্মান্তিক এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারত। পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরি সম্পর্কে আবারও কালো মেঘ জমেছে। দেশজুড়ে চলছে প্রতিবাদ ও শোক।
এই উত্তাপ ছড়িয়ে পড়েছে বলিউডেও। শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেক বলিউড তারকা শোক প্রকাশ করে হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত বিচারের দাবি তুলেছেন। শাহরুখ খানও এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।
কাশ্মীরের পেহেলগামে রক্তাক্ত ঘটনার দগদগে স্মৃতি এখনও ভারতীয়দের মনে কষ্টের ক্ষত হয়ে আছে। হামলার পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটাই প্রশ্ন—জেহাদের নামে এই নির্মমতার শেষ কোথায়?
এরই মধ্যে নতুন করে ভাইরাল হয়েছে শাহরুখ খানের একটি পুরনো ভিডিও, যেখানে তিনি 'জেহাদ'-এর প্রকৃত অর্থ তুলে ধরেছেন। ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়,
“আমাদের ধর্মে একটা শব্দ আছে, যার অপব্যবহার বহু বছর ধরে হয়ে আসছে। সেটা হলো জেহাদ। এর প্রকৃত অর্থ হলো, নিজের মনের খারাপ চিন্তা দূর করা, নিজের ভেতরের অসুরকে পরাজিত করা। জেহাদ মানে মানুষ হত্যা করা নয়।”
বর্তমান সময়ে ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে সংঘাত ও জঙ্গি কার্যকলাপের জন্য 'জেহাদ' শব্দটি নেতিবাচকভাবে প্রচলিত হয়ে উঠেছে। এমন আবহে শাহরুখ খানের এই ইতিবাচক ব্যাখ্যা নতুন করে আলোচনায় এসেছে।
ধর্মনিরপেক্ষ ভারতের প্রেক্ষাপটে মুসলিম পরিচয়ের কারণে শাহরুখ খানকে একাধিকবার দেশদ্রোহী আখ্যা দেওয়া হয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে তাকে 'পাকিস্তানে চলে যাওয়ার' কথাও শুনতে হয়েছে। তবে সব বাধা উপেক্ষা করে আন্তর্জাতিক মঞ্চে বারবার ভারতের সংস্কৃতি ও সম্মান তুলে ধরেছেন শাহরুখ। আজও তিনি ভারতের অমূল্য সম্পদ হিসেবে সম্মানিত।
এসএস/এসএন