২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন রায়না

চলতি আইপিএলে খারাপ সময় পার করছে চেন্নাই সুপার কিংস। ৯টি ম্যাচ খেলে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকার একদম নিচে অবস্থান করছেআইপিএলের অন্যতম সফর দলটি। প্লে-অফের সম্ভাবনা এখন কেবল গাণিতিকভাবে টিকে থাকলেও, এই খারাপ পারফরম্যান্সের কারণে দলে বড় রদবদলের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।তবে চেন্নাইয়ের সাবেক ব্যাটাসম্যান সুরেশ রায়না মনে করেন, ধোনি আগামী মৌসুমেও খেলবেন।

স্পোর্টস উপস্থাপক যতীন সাপ্রুর ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সুরেশ রায়না বলেন, ‘আশা করি পরের মৌসুমে চেন্নাই ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। আর ধোনি অবশ্যই আরো এক মৌসুম খেলবেন।’

চলতি মৌসুমে চেন্নাইয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করে রায়না বলেন, ‘ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি বিভাগেই দল খুব বাজেভাবে খেলেছে।
পরের মৌসুমের ভিত্তি গড়ে তুলতে হবে নিলামে।’

নিলামে ধোনির ভূমিকা নিয়ে রায়না বলেন, ‘সবসময় বলা হয় ধোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমি কখনও নিলামের অংশ হইনি, এমনকি ধোনিও খুব বেশি জড়িত থাকেন না। হয়তো ৪-৫ জন খেলোয়াড়ের নাম দেন যাদের তিনি চান, তাদের মধ্যে কাউকে রাখা হয়, আর কাউকে না।

মূল সিদ্ধান্ত নেয় কোর গ্রুপ।’ধোনি নিজেও এবারের মৌসুমে ব্যাট হাতে বড় কিছু করতে পারেননি, তবে রায়নার মতে ৪৩ বছর বয়সী একজন খেলোয়াড়ের কাছ থেকে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক নয়। তিনি বলেন, ‘ধোনি কেবল তার নাম, ব্র্যান্ড, এবং ভক্তদের জন্য খেলছেন  তা-ও পুরো চেষ্টা দিয়ে। উইকেটকিপিং করছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন, নিজের সেরাটা দিচ্ছেন। কিন্তু বাকি দশজন কী করছে? যারা ১৮ কোটি, ১৭ কোটি, ১২ কোটির চুক্তিতে খেলছে  তারা অধিনায়কের জন্য কী করছে?’

Share this news on:

সর্বশেষ