অভিনয় ছাড়তে বলে, এমন ছেলেকে বিয়ে করব না : নুসরাত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘ছোরি ২’। সিনেমাটি বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকমহলে। হাতে রয়েছে আরো কিছু প্রজেক্ট।

বর্তমানে কাজ নিয়ে দারুণ ব্যস্ত এ অভিনেত্রী। তবে একটি প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় তার সামনে, সেটি বিয়ের প্রশ্ন। পরিবার থেকে ভক্ত অনুরাগী, নুসরাতের বিয়ে নিয়ে কৌতূহল কম নেই কারো। কিন্তু অভিনেত্রী কী চান? কবে করছেন বিয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে জবাব দিলেন স্পষ্ট করেই।

বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, তিনি এখনো সঠিক জীবনসঙ্গীর খোঁজে আছেন। এর মধ্যেই বহু পাত্রপক্ষের সঙ্গে দেখা হয়েছে তার, যাদের অনেকেই চেয়েছেন নুসরাত যেন বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। এমন প্রস্তাব পেয়ে প্রত্যেকবারই বিনয়ের সঙ্গে ‘না’ বলে দিয়েছেন তিনি।
 
নুসরাত বলেন, ‘আমি এমন কাউকে বিয়ে করতে চাই না, যে আমার ক্যারিয়ার নিয়ে আপত্তি জানাবে।আমি জানি, আমি কাকে বিয়ে করব, তা তখনই ঠিক হবে যখন এমন কাউকে পাব, যিনি আমাকে এবং আমার পেশাকে মেনে নেবেন।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরো বলেন, কিছুদিন আগে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই সময়েও ঠাকুমা বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, বয়স হচ্ছে, মা-বাবারও বয়স বাড়ছে এখনই উপযুক্ত সময় কাউকে জীবনে নিয়ে আসার। এমনকি, তার বাবা নাকি রীতিমতো হাল ছেড়ে দিয়েছেন! বলছেন, ‘আর বুঝিয়ে কাজ নেই!’
 
তবে নুসরাতের বক্তব্য, তিনি বাড়িতে বিয়ে নিয়ে ঝগড়া করেন না।বরং সবার কথা মন দিয়ে শুনলেও, সিদ্ধান্তটা নিজের মতোই নিতে চান। অভিনেত্রী বলেন, ‘বিয়ে তখনই করব, যখন মনে হবে এই মানুষটাই ঠিক।’

নুসরাত জানিয়েছেন, তিনি অ্যারেঞ্জড ম্যারেজের ব্যাপারে খোলা মনেই ভাবেন এবং পাত্রপক্ষের সঙ্গে দেখা করতেও রাজি থাকেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই মিল হয় না, কারণ অনেকেই চান তিনি যেন অভিনয় ছেড়ে দেন। আর এ বিষয়টি মোটেও পছন্দ নয় নুসরাতের।

নুসরাতকে সর্বশেষ দেখা গেছে বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘ছোরি ২’-তে। এটি ২০২১ সালের ছোরি’র সিক্যুয়াল। এতে নুসরাতের বিপরীতে সোহা আলী খান রয়েছেন খল চরিত্রে। ১১ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
ইতিহাস গড়া ছবি যা সিনেমা দেখার সংজ্ঞাই বদলে দিয়েছে Apr 28, 2025
img
নদভী-বিপ্লব বড়ুয়া সহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু Apr 28, 2025
img
সিলেট থেকে প্রথম কার্গো ফ্লাইট স্পেনে Apr 28, 2025
img
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার Apr 28, 2025
img
চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ Apr 28, 2025
img
পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুন Apr 28, 2025
img
ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, উপাচার্যসহ অনেকের পদত্যাগ Apr 28, 2025
img
বিটকয়েন মাইনিংয়ের ক্ষতিকর প্রভাব কী? Apr 28, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি বাজারকে আরও অস্থির করবে : বিশেষজ্ঞদের সতর্কতা Apr 28, 2025
img
এই সরকার জনগণের হলেও ভোট দ্বারা নির্বাচিত নয়: পার্থ Apr 28, 2025