আশরাফুল আলম ওরফে হিরো আলম শনিবার সংবাদ সম্মেলনে অভিনেতা অভিযোগ করেন রিয়ামণির কারণে তিনটি সংসার ভেঙে গেছে। এরই মধ্যে রিয়ামণি ঘোষাণা দিয়েছেন রাতে হিরো আলমের পরকীয়া নারীকে নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে এক পোস্টে রিয়ামণি লিখেছেন, ‘হিরো আলমের পরকীয়া নারী কে নিয়ে, আজ রাত ৮টায় রামপুরার বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের রুফটপে সংবাদ সম্মেলন করা হবে। সাংবাদিক ভাই-বোনেরা আমন্ত্রিত।
এদিকে দুপুরে শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘দুই নৌকায় পা দেওয়ার পরিণতি খুবই ভয়ংকর হয়।’ ওই ভিডিওতে দেখা গেছে হিরো আলমের কাঁধে এক অজ্ঞাত নারী। নেটিজেনরা ধারণা করছে, ওই অজ্ঞাত নারীই হিরো আলমের পঞ্চম স্ত্রী।
এর আগে গতকাল শনিবার সাংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, ‘আমার বাবা মৃত্যুশয্যায়, অথচ আমার স্ত্রী রিয়ামণি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়।
তিনি যোগ করেন, ‘তাই আমি রিয়ামণিকে তালাক দিয়েছি। এই রিয়ামণির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে, সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।’
মডেলিংয়ের কাজ করতে গিয়ে রিয়ামণির প্রেমে পড়েন অভিনেতা। সেই সময় দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান অভিনেতাকে ডিভোর্স দেন।
এরপর রিয়ামণিকে বিয়ে করেন হিরো আলম। বিয়ের পর দুজন জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন।
এমআর/টিএ