প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির খান

প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর আমির খান ও রীনার জীবনযাত্রা ভিন্ন পথে গেলেও, তাদের বন্ধুত্ব রয়ে গেছে অটুট। মেয়ের বিয়েতে দু’জনেই কাঁধে কাঁধ মিলিয়ে নানা দায়িত্ব সামলেছেন।

এদিকে, নতুন সম্পর্কে রয়েছেন আমির। নিজের প্রেমিকার ব্যাপারে পরিবারের কোনও আপত্তি নেই বলেই আগেই জানিয়েছিলেন তিনি। এবার সেই প্রেমিকা গৌরীকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে গিয়েছেন আমির। তাদের সঙ্গে ছিলেন ছেলে জুনেইদও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছে সেই মুহূর্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা ছবিতে দেখা যায়, প্রাক্তন স্ত্রী রীনার বাড়িতে একসঙ্গে যাচ্ছেন আমির-গৌরীকে সঙ্গে ছিল ছেলে জুনেইদ।

কী কারণে হঠাৎ প্রেমিকা ও ছেলেকে নিয়ে প্রথম স্ত্রীর বাড়িতে গেছেন আমির, তা এখনও স্পষ্ট নয়। রাখঢাক সরিয়ে গত মাসেই নতুন প্রেমিকার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছেন আমির। 

আরএ 

Share this news on: