ঈশান-জাহ্নবীর ছবির প্রযোজনায় মার্টিন স্করসেজি

নীরাজ ঘেওয়ানের ‘হোমবাউন্ড’ ছবির নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন অস্কারজয়ী কিংবদন্তি পরিচালক মার্টিন স্করসেজি। শুধু তা-ই নয়, জাহ্নবী কাপুর ও ঈশান খাট্টার অভিনীত ছবিটির চিত্রনাট্য লেখার শুরু থেকেই জড়িত ছিলেন স্করসেজি, এমনকি সম্পাদনা পর্বেও গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে। ছবিটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে এক বিবৃতিতে স্করসেজি বলেন, “২০১৫ সালে নীরাজের ‘মাসান’ দেখে মুগ্ধ হয়েছিলাম।
তাই যখন মেলিতা তোস্কান দ্য প্লঁতিয়ে আমাকে ওর নতুন ছবি পাঠালেন, আমি টান অনুভব করি। ছবির গল্প মন ছুঁয়ে যায়। ‘হোমবাউন্ড’ নিঃসন্দেহে ভারতীয় সিনেমায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।”

এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে ‘হোমবাউন্ড’ প্রযোজক করণ জোহরও বেশ উচ্ছ্বসিত।

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “প্রতিভা, দৃষ্টিভঙ্গি আর টানটান গল্পের এক দুর্দান্ত কম্বিনেশন ‘হোমবাউন্ড’। মার্টিন স্করসেজির মতো কিংবদন্তি যখন এই যাত্রায় যুক্ত হন, তখন সেই ছবি পৌঁছে যায় এক অনন্য উচ্চতায়। কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে গোটা দুনিয়ার দর্শকের কাছে এই ছবি পৌঁছে যাবে। আর অপেক্ষা করতে পারছি না!”

স্করসেজি আর করণ জোহরের সম্পর্কটা বেশ আগের।

২০১১ সালেই ভাইরাল হয়েছিল তাঁদের একসঙ্গে তোলা ছবি। যেখানে আরো ছিলেন শাহরুখ খান, লিওনার্দো ডিকাপ্রিও, পল শ্রেডার ও মুশতাক শেখও। শোনা গিয়েছিল, শাহরুখ ও ডিকাপ্রিওকে নিয়ে ‘এক্সট্রিম সিটি’ নামে একটি আন্তর্জাতিক প্রজেক্টের পরিকল্পনা হচ্ছিল, যেখানে স্করসেজি থাকবেন এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে, আর পরিচালনার দায়িত্ব নেবেন পল শ্রেডার। যদিও সেই প্রজেক্ট বাস্তবে রূপ পায়নি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আমি সিন্ডিকেট মেন্টেইন করতে পারি না : অহনা Apr 29, 2025
img
দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক Apr 29, 2025
img
সামাজিক ব্যবসা ড. ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে: সালাহউদ্দিন নোমান Apr 29, 2025
img
লবণ মাঠে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Apr 29, 2025
img
স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, স্থগিত হতে পারে বার্সা-ইন্টার ম্যাচ Apr 29, 2025
img
ইরেশ যাকেরের মামলা নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর Apr 29, 2025
img
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি, ভারতের সঙ্গে উত্তেজনা Apr 29, 2025
img
ময়মনসিংহে এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার Apr 29, 2025
img
ফ্রিতে খেলা দেখানোর ঘোষণার পরও দর্শক নেই চট্টগ্রামে Apr 29, 2025
img
অত্যাচারীর হাত থেকে আল্লাহর কাছে আশ্রয়ের দোয়া Apr 29, 2025