বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। বিয়ের পর থেকেই আছেন অভিনয় থেকে দূরে। যে দূরত্ব সন্তান জন্মের পর বেড়েছে আরও। বি-টাউনের পর এবার দেশের সঙ্গেই দূরত্ব বাড়াতে যাচ্ছেন তিনি। যার কারণ নিয়ে সম্প্রতি কথাও বলেছেন এই নায়িকা, জানিয়েছেন সন্তানদের জন্যই লন্ডনে দ্বিতীয় বসতি গড়তে যাচ্ছেন তারা। বেশ কয়েক বছর ধরেই ভারতের বাইরে নিজেদের স্থায়ী বসবাসের পরিকল্পনা করছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও আনুশকা শর্মা, যা নিয়ে দেশটির গণমাধ্যমেও প্রকাশিত হয় সংবাদ।
এবার জানা গেল দেশের সঙ্গে এরই মধ্যে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা। এর কারণ সন্তানদের নিরাপত্তা ও নিজেদের মতো করে জীবন উপভোগ করতে না পারা। এ বিষয়ে কিছুদিন আগে মাধুরী দীক্ষিতের পডকাস্টে অতিথি হয়ে এসে বিস্তারিত কথা বলেন এ তারকা দম্পতি। সেই আড্ডায় উঠে আসে তাদের বিদেশে দ্বিতীয় সংসারের বিভিন্ন বিষয়। যে পডকাস্টে মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনেও যুক্ত ছিলেন। তিনি পরে সাংবাদিকদের জানান, সন্তানদের নিরাপদ জীবন দিতে এবং নিজেদের ব্যক্তিগত জীবন গোপনে রাখতেই আনুশকার এ সিদ্ধান্ত।
একইভাবে তাদের ছেলেমেয়েকে নিয়েও সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল। এগুলো তাদের ভালো লাগছে না। বিদেশে কিন্তু এই অহেতুক আগ্রহ দেখানোর স্বভাব কারও মধ্যে নেই। তাই ভারতে স্থায়ীভাবে তাদের এখন আর থাকার মানসিকতা নেই।
আরআর/এসএন