মোহামেডানকে হারিয়ে শিরোপা জিততে চায় আবাহনী

জাতীয় দলের নির্বাচকের পদ ছেড়ে আবাহনীর দায়িত্ব নিয়েছিলেন হান্নান সরকার। হেড কোচের পদে বসেই দল গঠন করেন সাবেক এই ক্রিকেটার। চলমান ডিপিএল শুরুর আগে সবার আগে মাঠের অনুশীলনও শুরু করেছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। এবার শিরোপা উঁচিয়ে ধরার দ্বারপ্রান্তে তারা। চলমান আসরের অলিখিত ফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের মুখোমুখি হবে আবাহনী।
 
অন্যদিকে, মোহামেডান ডিপিএলের অলিখিত ফাইনাল নিশ্চিত করেছে আগেই। গেল শনিবার চরম নাটকীয়তার ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে তারা হারিয়েছে ইনিংসের একেবারে শেষ বলে। শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজনীয় ৭ রান নিয়ে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে মোহামেডান।

আগামীকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি শুরু হবে সকাল নয়টায়। তার আগে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানালেন আবাহনীর প্রধান কোচ হান্নান সরকার।
 
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হান্নান বলছিলেন, 'আমরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যখন শুরু করেছিলাম ১৬টা ম্যাচ খেলব, সেটা একটা প্ল্যানিং ছিল। লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতে হবে সুপার লিগ কোয়ালিফাই করেছি। ম্যাচটা একটু আলাদা সিনারিও তৈরি হয়েছে ফাইনাল। অবশ্যই তো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করেছিলাম, এখন সেই লক্ষ্যে শেষ স্টেপে। খেলোয়াড়রাও এক্সাইটেড কালকের দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষ সাড়ে চারটা পাঁচটার দিকে কখন ট্রফিটা হাতে নেবে।'
 
গেল কয়েক দিনে ঘটা মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়ের ইস্যু নিয়ে হান্নান বলেন, 'হৃদয় বেসিক্যালি একজন অ্যাটাকিং প্লেয়ার। সে সবসময় জিততে চায় চ্যাম্পিয়ন হতে চায়। তার মানসিকতা অনেক আগে থেকেই আমি জানি, হৃদয়ের সাথে খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আমার আছে।’
আরও যোগ করেন, ‘প্রথম যখন নিষেধাজ্ঞা হয় তারপরও আমার তার সাথে কথা হয়েছিল। পরের ইন্সিডেন্ট হলো তখন আমি একটু আপসেট হয়েছি। আমরা অনেক সময় জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু করে ফেলে। এটা হয়তো সে জানে সে করবে না, কিন্তু ওই মুহূর্তে ঘটে যায়।'

এমআর/টিএ


Share this news on: