গরমে পানিশূন্যতার লক্ষণ চেনার সহজ উপায়

তীব্র গরমে শরীরের পানিশূন্যতা মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে যারা রোদে বের হন, বা গরমের মধ্যে কাজ করেন। এ ছাড়া যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, অজান্তেই তাদের শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।

অনেকেই ভাবেন, শুধু তৃষ্ণা লাগলেই বুঝি শরীর পানিশূন্য হয়।

তবে চিকিৎসকরা বলছেন, তৃষ্ণা লাগা মানেই আপনি ইতোমধ্যেই হালকা ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার শিকার হয়েছেন। তাই শুধু তৃষ্ণা নয়, পানিশূন্যতার আরো কিছু শারীরিক ও মানসিক লক্ষণ জেনে রাখা দরকার।

পানি পান কেন জরুরি

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আনলিমিটেড হেল্থ ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা ও চিকিৎসক তামিকা হেনরি বলেন, পানি শরীরের ভেতরে কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গকে সজীব রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহণ করে।

এ ছাড়া ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত শরীর পানি হারায়, যেটা প্রতিপূর্ণ না করলে দেখা দেয় পানিশূন্যতা।

ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার নানা লক্ষণ রয়েছে। সেগুলো হচ্ছে—

মুখে দুর্গন্ধ

অস্ট্রেলিয়াভিত্তিক ওয়ান টু ওয়ান কনসালটিংয়ের পরিচালক ও পুষ্টিবিদ ড. শ্যামলা বিষ্ণুমোহন একই প্রতিবেদনে বলেন, পানিশূন্যতা হলে লালার পরিমাণ কমে যায়, আর এতে মুখে দুর্গন্ধ হয়। কারণ, লালায় থাকে ব্যাক্টেরিয়ারোধী উপাদান, যা কমে গেলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।

অযথা খিদে লাগা

শরীরে পানি কমে গেলে হয়তো মনে হয় খিদে পেয়েছে, কিন্তু অনেক সময় সেটা আসলে পানির চাহিদা।

বিশেষ করে লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হলে সেটি ডিহাইড্রেইশনের লক্ষণ হতে পারে।

ডা. হেনরি বলেন, যখন নিজেকে ক্ষুধার্ত মনে করছেন অথচ মাত্র খেয়েছেন, তখন এক গ্লাস পানি পান করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর বুঝতে হবে এটি সত্যিকারের খিদে নাকি তৃষ্ণা।

মাথা ব্যথা

পানিশূন্যতা থেকে মাথা ব্যথা একটি সাধারণ, কিন্তু উপেক্ষিত কারণ। ডা. হেনরির মতে, মস্তিষ্কের চারপাশের মেনিনজিস (মস্তিষ্ক ও স্নায়ুমূলকে ঘিরে থাকা তিন স্তরের সুরক্ষামূলক আবরণ) নামক পর্দায় চাপ পড়লে ব্যথা হতে পারে।

পানির অভাবে এই তরল কমে গিয়ে ব্যথার অনুভব সৃষ্টি করে।

মনোযোগ ধরে রাখতে সমস্যা

ডা. হেনরি জানান, কাজে মনোযোগ দিতে না পারা হতে পারে পানি কম গ্রহণের ফল। হালকা পানিশূন্যতায় মোটর স্কিল ও ভিজ্যুয়াল ফোকাসে সমস্যা দেখা দিতে পারে। তিনি দিনে কয়েকবার পানি পান করার জন্য অ্যালার্ম সেট করার পরামর্শ দিয়েছেন।

মোটর স্কিল হচ্ছে শরীরের পেশির (বিশেষ করে হাত-পা) সমন্বিত ও নিয়ন্ত্রিত ব্যবহার করার ক্ষমতা। বাংলায় একে বলা যায় সঞ্চালন দক্ষতা বা গতি-দক্ষতা।

আর ভিজ্যুয়াল ফোকাস হলো- চোখের সাহায্যে নির্দিষ্ট কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখার ক্ষমতা। বাংলায় একে বলা যায় দৃষ্টির মনোযোগ বা চোখের একাগ্রতা।

কোষ্ঠকাঠিন্য

বাংলাদেশে গরমের সময় কোষ্ঠকাঠিন্য একটি পরিচিত সমস্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস’র তথ্য অনুযায়ী, পানির অভাবে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। নিয়মিত মলত্যাগ নিশ্চিত করতে পানি সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

মেজাজ খিটখিটে হওয়া

ঘুম বা ক্ষুধা না থাকলেও যদি হঠাৎ রেগে যান বা বিরক্ত হয়ে পড়েন, তাহলে সেটা পানিশূন্যতার ইঙ্গিত হতে পারে। পানিশূন্যতা স্নায়বিক প্রভাবে মেজাজ খারাপ করতে পারে বলে জানিয়েছেন ডা. হেনরি।

ত্বক শুষ্ক হওয়া

শরীরের পানি ঠিক আছে কি না, বোঝার একটি সহজ উপায় হলো ত্বকের ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) পরীক্ষা। ডা. বিষ্ণুমোহন বলেন, যদি হাতে বা পেটের ত্বক চিমটি দিয়ে ছেড়ে দেন এবং সেটি ধীরে ধীরে আগের জায়গায় ফেরে, তবে আপনি পানিশূন্যতায় ভুগছেন।

প্রতিদিন পর্যাপ্ত পানি পানের পরিমাণ

প্রতিদিন কতটা পানি পান করবেন—এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, পানি গ্রহণের নির্দিষ্ট মাত্রা সবার জন্য এক নয়। শরীরের ওজন, কার্যকলাপ, আবহাওয়া ও খাদ্যাভ্যাস— সবকিছুই এতে ভূমিকা রাখে। সাধারণভাবে ধারণা দেওয়া হয়, ওজনের অর্ধেক (পাউন্ডে) অনুপাত অনুযায়ী আউন্সে পানি পান করা উচিত (যেমন, ১৬০ পাউন্ড ওজন হলে ৮০ আউন্স বা প্রায় ২.৩৬ লিটার পানি)।

গরমে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

ঘরের বাইরে গেলে পানির বোতল সঙ্গে রাখতে হবে।

চা-কফি কমিয়ে পানি ও ফলের রস বাড়াতে হবে।

ডাবের পানি, তাজা ফলমূলে মনোযোগী হতে হবে।

গরমে সুস্থ থাকতে হলে পানি পান অভ্যাসে পরিণত করতে হবে। শরীর যে নানান উপায়ে পানি চাইছে তা বুঝে নিতে হবে সঠিক সময়ে। 

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম-৬ আসনে বিএনপির চূড়ান্ত টিকিট পেলেন গোলাম আকবর Dec 29, 2025
img
সিদ্ধিরগঞ্জে-টঙ্গীতে মহাসড়ক অবরোধ Dec 29, 2025
img
প্রথমদিন অফিস করলেন তারেক রহমান Dec 29, 2025
img
ভোটার নয় এমন কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না Dec 29, 2025
img
এটাই এনসিপির রাজনীতি, এতদিন নাটক করেছে : মাসুদ কামাল Dec 29, 2025
img
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান : পেজেশকিয়ান Dec 29, 2025
img
ফ্যাশন ও ফিটনেসের নতুন চেহারায় জাহ্নবীর আবির্ভাব Dec 29, 2025
img
সড়ক ও ভবনের নির্মাণকাজে ঘুষ-অনিয়ম, তিন জেলায় দুদকের অভিযান Dec 29, 2025
img
কুষ্টিয়া সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশব্যাক Dec 29, 2025
img
ভাগ্যশ্রী বোরসে ২০২৬-এ ‘লেনিন’ নিয়ে শক্তিশালী কমব্যাকের প্রস্তুতিতে Dec 29, 2025
img
এনসিপির কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৭ আসনের সম্ভাব্য প্রার্থী Dec 29, 2025
img
'শ্রদ্ধা কাপুরের ফি আলিয়ার চেয়ে বেশি' Dec 29, 2025
img
কুমিল্লা-৪ আসনে হাসনাতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
ঘন কুয়াশায় বরিশালের সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ ঘোষণা Dec 29, 2025
img
নাহিদের জন্য আসন ছাড়লেন জামায়াত প্রার্থী আতিকুর Dec 29, 2025
img
নারী ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন মান্ধানা Dec 29, 2025
img
এক দিনে প্রায় ৩ হাজার স্বাক্ষর সংগ্রহ করলেন তাসনিম জারা Dec 29, 2025
img
অহেতুক সমালোচনায় কান না দেওয়ার পরামর্শ শতাব্দী রায়ের Dec 29, 2025
img
এয়ারপোর্টে মাদক সহ বিমানযাত্রী আটক Dec 29, 2025
img
দিনাজপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার Dec 29, 2025