গরমে পানিশূন্যতার লক্ষণ চেনার সহজ উপায়

তীব্র গরমে শরীরের পানিশূন্যতা মারাত্মক আকার ধারণ করতে পারে। বিশেষ করে যারা রোদে বের হন, বা গরমের মধ্যে কাজ করেন। এ ছাড়া যারা খুব ব্যস্ত জীবনযাপন করেন, অজান্তেই তাদের শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।

অনেকেই ভাবেন, শুধু তৃষ্ণা লাগলেই বুঝি শরীর পানিশূন্য হয়।

তবে চিকিৎসকরা বলছেন, তৃষ্ণা লাগা মানেই আপনি ইতোমধ্যেই হালকা ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার শিকার হয়েছেন। তাই শুধু তৃষ্ণা নয়, পানিশূন্যতার আরো কিছু শারীরিক ও মানসিক লক্ষণ জেনে রাখা দরকার।

পানি পান কেন জরুরি

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘আনলিমিটেড হেল্থ ইন্সটিটিউট’র প্রতিষ্ঠাতা ও চিকিৎসক তামিকা হেনরি বলেন, পানি শরীরের ভেতরে কোষ, টিস্যু ও অঙ্গপ্রত্যঙ্গকে সজীব রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, হজমে সহায়তা করে এবং অক্সিজেন পরিবহণ করে।

এ ছাড়া ঘাম, প্রস্রাব ও নিঃশ্বাসের মাধ্যমে প্রতিনিয়ত শরীর পানি হারায়, যেটা প্রতিপূর্ণ না করলে দেখা দেয় পানিশূন্যতা।

ডিহাইড্রেইশন বা পানিশূন্যতার নানা লক্ষণ রয়েছে। সেগুলো হচ্ছে—

মুখে দুর্গন্ধ

অস্ট্রেলিয়াভিত্তিক ওয়ান টু ওয়ান কনসালটিংয়ের পরিচালক ও পুষ্টিবিদ ড. শ্যামলা বিষ্ণুমোহন একই প্রতিবেদনে বলেন, পানিশূন্যতা হলে লালার পরিমাণ কমে যায়, আর এতে মুখে দুর্গন্ধ হয়। কারণ, লালায় থাকে ব্যাক্টেরিয়ারোধী উপাদান, যা কমে গেলে মুখে দুর্গন্ধের সৃষ্টি হয়।

অযথা খিদে লাগা

শরীরে পানি কমে গেলে হয়তো মনে হয় খিদে পেয়েছে, কিন্তু অনেক সময় সেটা আসলে পানির চাহিদা।

বিশেষ করে লবণাক্ত খাবার খেতে ইচ্ছা হলে সেটি ডিহাইড্রেইশনের লক্ষণ হতে পারে।

ডা. হেনরি বলেন, যখন নিজেকে ক্ষুধার্ত মনে করছেন অথচ মাত্র খেয়েছেন, তখন এক গ্লাস পানি পান করে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। আর বুঝতে হবে এটি সত্যিকারের খিদে নাকি তৃষ্ণা।

মাথা ব্যথা

পানিশূন্যতা থেকে মাথা ব্যথা একটি সাধারণ, কিন্তু উপেক্ষিত কারণ। ডা. হেনরির মতে, মস্তিষ্কের চারপাশের মেনিনজিস (মস্তিষ্ক ও স্নায়ুমূলকে ঘিরে থাকা তিন স্তরের সুরক্ষামূলক আবরণ) নামক পর্দায় চাপ পড়লে ব্যথা হতে পারে।

পানির অভাবে এই তরল কমে গিয়ে ব্যথার অনুভব সৃষ্টি করে।

মনোযোগ ধরে রাখতে সমস্যা

ডা. হেনরি জানান, কাজে মনোযোগ দিতে না পারা হতে পারে পানি কম গ্রহণের ফল। হালকা পানিশূন্যতায় মোটর স্কিল ও ভিজ্যুয়াল ফোকাসে সমস্যা দেখা দিতে পারে। তিনি দিনে কয়েকবার পানি পান করার জন্য অ্যালার্ম সেট করার পরামর্শ দিয়েছেন।

মোটর স্কিল হচ্ছে শরীরের পেশির (বিশেষ করে হাত-পা) সমন্বিত ও নিয়ন্ত্রিত ব্যবহার করার ক্ষমতা। বাংলায় একে বলা যায় সঞ্চালন দক্ষতা বা গতি-দক্ষতা।

আর ভিজ্যুয়াল ফোকাস হলো- চোখের সাহায্যে নির্দিষ্ট কোনো কিছুর প্রতি মনোযোগ ধরে রাখার ক্ষমতা। বাংলায় একে বলা যায় দৃষ্টির মনোযোগ বা চোখের একাগ্রতা।

কোষ্ঠকাঠিন্য

বাংলাদেশে গরমের সময় কোষ্ঠকাঠিন্য একটি পরিচিত সমস্যা। যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ইন্সটিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস’র তথ্য অনুযায়ী, পানির অভাবে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। নিয়মিত মলত্যাগ নিশ্চিত করতে পানি সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।

মেজাজ খিটখিটে হওয়া

ঘুম বা ক্ষুধা না থাকলেও যদি হঠাৎ রেগে যান বা বিরক্ত হয়ে পড়েন, তাহলে সেটা পানিশূন্যতার ইঙ্গিত হতে পারে। পানিশূন্যতা স্নায়বিক প্রভাবে মেজাজ খারাপ করতে পারে বলে জানিয়েছেন ডা. হেনরি।

ত্বক শুষ্ক হওয়া

শরীরের পানি ঠিক আছে কি না, বোঝার একটি সহজ উপায় হলো ত্বকের ইলাস্টিসিটি (স্থিতিস্থাপকতা) পরীক্ষা। ডা. বিষ্ণুমোহন বলেন, যদি হাতে বা পেটের ত্বক চিমটি দিয়ে ছেড়ে দেন এবং সেটি ধীরে ধীরে আগের জায়গায় ফেরে, তবে আপনি পানিশূন্যতায় ভুগছেন।

প্রতিদিন পর্যাপ্ত পানি পানের পরিমাণ

প্রতিদিন কতটা পানি পান করবেন—এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, পানি গ্রহণের নির্দিষ্ট মাত্রা সবার জন্য এক নয়। শরীরের ওজন, কার্যকলাপ, আবহাওয়া ও খাদ্যাভ্যাস— সবকিছুই এতে ভূমিকা রাখে। সাধারণভাবে ধারণা দেওয়া হয়, ওজনের অর্ধেক (পাউন্ডে) অনুপাত অনুযায়ী আউন্সে পানি পান করা উচিত (যেমন, ১৬০ পাউন্ড ওজন হলে ৮০ আউন্স বা প্রায় ২.৩৬ লিটার পানি)।

গরমে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

ঘরের বাইরে গেলে পানির বোতল সঙ্গে রাখতে হবে।

চা-কফি কমিয়ে পানি ও ফলের রস বাড়াতে হবে।

ডাবের পানি, তাজা ফলমূলে মনোযোগী হতে হবে।

গরমে সুস্থ থাকতে হলে পানি পান অভ্যাসে পরিণত করতে হবে। শরীর যে নানান উপায়ে পানি চাইছে তা বুঝে নিতে হবে সঠিক সময়ে। 

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বিশ্বাসঘাতক মীরজাফর একটি দল জুলাই আন্দোলন নস্যাৎ করার চেষ্টা করছে : জিন্নাহ কবির Nov 01, 2025
img
ইউক্রেনে যুদ্ধ থামাতে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প Nov 01, 2025
img
ট্রাম্পের বৈশ্বিক শুল্কনীতি বাতিলের দাবিতে মার্কিন সিনেটে রেজোল্যুশন পাস Nov 01, 2025
img
বামপন্থি গণতান্ত্রিক সরকার গঠনের আহ্বান Nov 01, 2025
img
প্রতারণার কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না Nov 01, 2025
img
চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়া অপমানজনক: এহছানুল হক মিলন Nov 01, 2025
আইকনিক সড়ক ভাঙার পরিকল্পনা নিয়ে বিশেষজ্ঞদের সতর্কতা Nov 01, 2025
গণভোট প্রসঙ্গে জামায়াত আমিরের স্পষ্ট বার্তা Nov 01, 2025
কোনো চটকদারিত্বের কাজ-কর্মে আমরা নাই: মেঘমল্লার বসু Nov 01, 2025
"১০ হোন্ডা, ২০ গুন্ডা, ইলেকশন ঠান্ডা" Nov 01, 2025
বিমানবন্দরে নেমে এ কি দেখলেন বনি আমিন! Nov 01, 2025
সংস্কার প্রশ্নে উভয়সংকটে বিএনপি : মানলে পরাজয়, প্রত্যাখ্যান করলে সংস্কারবিরোধী Nov 01, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 01, 2025
চাকরি হারিয়ে রাস্তায়! ইসলামী ব্যাংক কর্মকর্তাদের প্র'তিবাদ! Nov 01, 2025
img
পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে ধাক্কা বাসের, আহত ১০ Nov 01, 2025
হঠাৎ ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার; ক্ষুব্ধ সূর্যসেন হলের ভিপি Nov 01, 2025
বিশ্বকাপের আগে সৌদি মঞ্চ থেকে মেসি অনিশ্চিত Nov 01, 2025
বিরতির অবসান, তানিয়া বৃষ্টি এবার কোর্টরুম থ্রিলারে Nov 01, 2025
img
স্থগিত কাবাডির ক্যাম্প, যথাসময়ে হচ্ছে না এসএ গেমস! Nov 01, 2025
img
অদৃশ্য শক্তিকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব: মুরাদ Nov 01, 2025