পুলিশ করেনি, আমাকে হয়রানি করিয়েছে আমার আত্মীয়-স্বজন: জয়

জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মামলা হয়েছিল শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে। সেসময়ের অভিজ্ঞতা খুবই খারাপ। সেই অভিজ্ঞতা তুলে ধরলেন অভিনেতা যখন ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলা হলো।

জয় বলেন, অভিনেতা ইরেশ যাকের এর নামে মামলা দেওয়ায় সমস্ত শিল্পী সমাজের সাথে আমিও তীব্র প্রতিবাদ জানাই।

আজ থেকে আট মাস আগে আমার বিরুদ্ধেও এরকম একটি হয়রানি মূলক মামলা হয়েছিল। একমাত্র আশফাক নিপুন ছাড়া আর কাউকে পাশে পাইনি। বরং বাদ পড়েছি বিভিন্ন কাজ থেকে। আমেরিকায় শো করতে গিয়েও দুই একজন অতি উৎসাহী কলিগের কারণে মঞ্চে উঠাতো দূরের কথা আমাকে হোটেল থেকেও বের হতে দেয়নি।

সামাজিক মাধ্যমে তুলে ধরলেন কিভাবে তিনি সামাজিক মাধ্যমে হেনস্থা হয়েছেন। অভিনেতা বলেন, মামলার কারণে সামাজিকভাবে হেনস্থা হয়েছি। অনেক অতি উৎসাহী আত্মীয় আত্মীয়তা ভঙ্গ করেছে। অনেক কলিগ ফোনও ধরেনি।

যোগাযোগ করেনি। শুনেছি আমার বিরুদ্ধে যে মামলা করেছিল সেই বাদী এখন থানায় আটক আছে। বিভিন্ন জনের নামে মামলা দিয়ে টাকা খাওয়ার অপরাধে। আমার বিরুদ্ধে পুলিশ সুষ্ঠুভাবে তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা পায়নি এবং আমাকে পুলিশ এবং রাষ্ট্র কোনও হয়রানি করে নি। বরং হয়রানি করিয়েছে আমার পরিচিত কাছের স্বজনেরা এবং চিরকালের বন্ধুরা।

তিনি বলেন, যাক আমি কারো প্রতি দোষারোপ করছি না। সকলকে ক্ষমা করে দিয়েছি। আমার নিজের ছোটখাটো ভুলের জন্য বারবার ক্ষমা চেয়েছি। বড় অপরাধী এবং অপরাধকে ছোট করে ফেলে এই ধরনের মামলা । যেখানে এমন একজন সেলিব্রেটির নাম ঢুকিয়ে দেওয়া হয় যে মামলার চেয়ে সেলিব্রেটিকে নিয়ে চর্চা হয় বেশি। তখন আসল অপরাধীরা মুচকি হাসে। মামলাটাকে হাস্যকর মনে করে। এতে বিচার প্রক্রিয়া পিছিয়ে যায়।

এই অভিনেতা বলেন, আমরা চাই অপরাধীর বিচার হোক।যে যার জায়গা থেকে নতুন বাংলাদেশে ভুল সংশোধন করে নতুন করে বাচুক। সকলে সকলের প্রতি সহানুভূতিশীল হোক। ছবিটিতে আমার অটিস্টিক বেবি আযানের সাথে আমি। অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অতিরিক্ত অ্যালোভেরা ত্বকের উপকার নয়, ডেকে আনতে পারে ক্ষতি Apr 29, 2025
img
সেনা অভিযানে ‘সবুজ সংকেত’ দিলেন মোদি! Apr 29, 2025
img
স্টারলিংকের লাইসেন্স হস্তান্তর করল বিটিআরসি Apr 29, 2025
img
জবিতে ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রদল নেতার হত্যাচেষ্টা মামলা Apr 29, 2025
img
গত সাত দিন ঘুমাইনি’, আবাহনীকে হারিয়ে বললেন কিংস কোচ Apr 29, 2025
img
গৃহকর্মীর শ্লীলতাহানির অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার Apr 29, 2025
img
পুলিশ হেফাজত থেকে পালাল ২ আসামি Apr 29, 2025
img
চাপ বাড়িতে রেখে এসেছি— বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইয়ামাল Apr 29, 2025
img
হরর সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ Apr 29, 2025
img
যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইমরান খানের মুক্তি ও সর্বদলীয় ঐক্যের আহ্বান পাকিস্তানে Apr 29, 2025