ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’র রেশ এখনো শেষ হয়নি, সেই উন্মাদনার মধ্যেই চলছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ নিয়ে আলোচনা। আপাতত সিরিজের শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন জনপ্রিয় এই তারকা।
ভিকি জাহেদ পরিচালিত ‘আকা’ সিরিজের শুটিং প্রায় শেষের দিকে। শুরুর দিকে জানা গিয়েছিল এতে আফরান নিশোর জুটি হচ্ছেন তানজিম সাইয়ারা তটিনী।
কিন্তু আপাতত খবর, সিরিজটিতে থাকছেন না তিনি। ‘আকা’-য় নিশোর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন ‘তুফান’ খ্যাত মাসুমা রহমান নাবিলা। ইতিমধ্যে শুটিংও করে ফেলেছেন তিনি। এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ঘনিষ্ট সূত্রে।
সূত্রটি জানিয়েছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। আপাতত প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘আকা’, আবার ‘আজাদ’ও হতে পারে। তবে এতে তটিনী থাকছেন না। এখানে নিশোর বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে।
রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশিরভাগ অংশের শুটিং হয়েছে।
সবশেষ নাবিলাকে পর্দায় দেখা গেছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায়। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। অবশেষে নিশোর নায়িকা হয়ে ফিরছেন তিনি।
এদিকে সিরিজটিতে কল গার্ল চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমিকে।
এমনটাও জানিয়েছেন আলফা আইয়ের ওই ঘনিষ্ট সূত্র।
জানা গেছে, এসভিএফ বাংলাদেশ-আলফা আইয়ের ব্যানারে নির্মিত ‘আকা’ নিয়ে কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে হইচই। শিগগিরই ওটিটি প্লাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।
এফপি/টিএ