প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পরিচালক নির্ঝর

ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ মুক্তি পাওয়া জনপ্রিয় সিরিজ ‘ডাইনি’-র পরিচালক নির্ঝর মিত্র এবার জীবনেও শুরু করলেন নতুন অধ্যায়। প্রেমিকা শালিনী মিত্রর সঙ্গে বাগদান সারলেন তিনি। এই খবরে যেমন ভক্তরা খুশি, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে শুভেচ্ছার বন্যা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, শহরের কোলাহল ছেড়ে উত্তরবঙ্গের পাহাড়ি প্রকৃতির কোলে বন্ধুদের নিয়ে সময় কাটাতে গিয়েছিলেন নির্ঝর। সেখানে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় বাগদান ও আশীর্বাদ পর্ব।

নির্ঝর নিজেই বাগদত্তার হাত ধরে একটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনহীন হলেও ছবিটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—এই মুহূর্তটি জীবনের এক নতুন পথচলার সূচনা।

২০২৬ সালে বিয়ের পরিকল্পনা রয়েছে নির্ঝর-শালিনীর। বাগদান যেখানে পাহাড়কে সাক্ষী রেখে, বিয়েও কি হবে পাহাড়ঘেরা পরিবেশে? তা এখনও প্রকাশ করেননি এই জনপ্রিয় নির্মাতা।

‘ডাইনি’ সিরিজের মতোই ব্যক্তিগত জীবনেও নির্ঝর যেন এক নতুন গল্পের সূচনা করলেন।


এসএস/টিএ

Share this news on: