হরর সিনেমায় প্রথমবার জুটি বাঁধলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ

রিয়েল ও রিল লাইফের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা-অঙ্কুশ এবার দেখা দেবেন এক ভুতুড়ে গল্পে। রাজা চন্দ পরিচালিত নতুন হরর থ্রিলার ‘চন্দ্রবিন্দু’ আগামী ২৩ মে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।

ইতোমধ্যে সিনেমাটির পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে একটি কবরস্থানে ছয়জন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন, যাদের মধ্যে সামনের সারিতে রয়েছেন ঐন্দ্রিলা-অঙ্কুশ । সঙ্গে রয়েছেন তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং সাহেব ভট্টাচার্য।

পোস্টারে বিশাল একটি চাঁদের উপস্থিতি এবং ক্যাপশনে লেখা “জীবন মরণের মাঝে রয়েছে এক অজানা জগৎ…”—সব মিলিয়ে বোঝা যাচ্ছে এটি এক অতিপ্রাকৃতিক ঘটনার অনুসন্ধানভিত্তিক কাহিনি।

অশোক ও হিমাংশু ধানুকা প্রযোজিত এ ছবিতে সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। প্রেমের গল্প নয়, এবার এক গা ছমছমে অভিজ্ঞতা দিতে প্রস্তুত এই জনপ্রিয় জুটি।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ