বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুর পাঁচ বছর পূর্ণ হলো আজ। এই উপলক্ষে অভিনেতার ছেলে বাবিল খান সোশ্যাল মিডিয়ায় একটি খোলা চিঠি লিখে তার বাবাকে স্মরণ করেছেন। বাবিল তার চিঠিতে উল্লেখ করেছেন, "বাবা এই পৃথিবীতে এসেছে, স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে, যুদ্ধক্ষেত্রে গিয়েছিল এবং প্রতিটি প্রতিকূলতার সাথে লড়াই করেছিল।"
তিনি আরও লিখেছেন, "আমার বাবা একজন যোদ্ধা ছিলেন, যাকে টলানো যেত না, তিনি দেবদূত ছিলেন যিনি হালকা পা ফেলে বাতাসেও হাঁটতে পারতেন।" বাবিল তার বাবার অভিনয়ের অমরতা তুলে ধরে বলেন, "তার অভিনয় এখনও দর্শকদের মনে গেঁথে আছে। বিশেষ করে 'পিকু' সিনেমা, যা পুনরায় মুক্তি পাচ্ছে।"
চিঠির সঙ্গে বাবিল তার ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ইরফান খান তাকে কাঁধে বহন করছেন এবং দুজনই সানগ্লাস পরে রয়েছেন।
ইরফান খান ২০১৮ সালে ক্যানসার ধরা পড়ার পর ২০২০ সালে ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে প্রয়াত হন। তার মৃত্যুর পরও তার অভিনয় এবং পারফরম্যান্স দর্শকদের মনে অমর হয়ে রয়েছে। 'পিকু' সিনেমাটি আগামী ৯ মে পুনরায় মুক্তি পাবে, যেখানে ইরফান খানের পাশাপাশি অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
এসএস/টিএ