ইংল্যান্ড নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারকা অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।
আগের অধিনায়ক হিদার নাইটের মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন সিভার-ব্রান্ট এই দায়িত্ব গ্রহণ করবেন। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার এর আগে ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক ছিলেন এবং হিদার নাইটের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছেন।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সিভার-ব্রান্ট তিন সংস্করণ মিলিয়ে ২৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে তার অর্জন ৮৮৩ রান ও ১৮১ উইকেট। তিনি ২০২২ ও ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন এবং পিসিএ (পেশাদার ক্রিকেটারদের সংগঠন) এর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন।
সিভার-ব্রান্ট তার নতুন দায়িত্ব নিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত সিরিজে নেতৃত্ব দেবেন।