মাটির নিচে পাওয়া গেল মর্টারশেল, সরাতে গিয়ে বিস্ফোরণ

মুন্সিগঞ্জের গজারিয়ায় মাটির নিচ থেকে উদ্ধার হওয়া মর্টার শেল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় তীব্র শব্দে কেঁপে উঠেছে কয়েক কিলোমিটার এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল থেকে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পরে রাত আনুমানিক ৭টা ৫৪ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের আড়ালিয়া এলাকার শতাধিক বাড়িঘর কেঁপে ওঠে। এতে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাটের জানালা, টিনের চাল ও দেয়াল ভেঙে যায়।

এ ঘটনায় উত্তেজিত জনতা নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, মর্টার শেলটি নিরাপদভাবে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তেজিত জনতাকে শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি দলও সেখানে রওনা দিয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা।

এর আগে সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে হানিফ মিয়ার জমিতে বাঁধ নির্মাণের জন্য মাটি কাটার সময় মাটির নিচ থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। প্রথমে এলাকাবাসী এটিকে সোনার মূর্তি কিংবা পুরোনো সীমানা পিলার ভেবে নানা গুঞ্জন ছড়িয়ে দেন। অনেকে সেটি দেখতে ভিড় করেন। পরে বিকেলের দিকে বিষয়টি স্পষ্ট হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করে।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
লকড হলো সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি Apr 30, 2025
img
গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Apr 30, 2025
img
পাকিস্তানের নাগরিকদের প্রতি কোনো অভিযোগ নেই : জাভেদ আখতার Apr 30, 2025
img
ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন Apr 30, 2025
img
আসামে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করায় ৩০ জন গ্রেফতার Apr 30, 2025
img
নতুন মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ৫ জন Apr 30, 2025
পহেলা মে'র আগেই রাস্তায় শ্রমিকরা Apr 30, 2025
img
পাকিস্তানের আকাশসীমা বন্ধ, যুক্তরাষ্ট্র-ভারত ফ্লাইটে সময় বেড়েছে ৪ ঘণ্টা Apr 30, 2025
img
হিন্দু-মুসলিম আমরা এক বৃত্তে দুই ফুল : মির্জা ফখরুল Apr 30, 2025
img
গত ১৫ বছর সংসদ কার্যকর ছিল না: শিশির মনির Apr 30, 2025