৩০ এপ্রিল ২০২৫, আজকের রাশিফল

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসায় প্রচুর লাভবান হবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। কোনো না কোনো পুরস্কার আসতে পারে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্ম অর্থ যশ খ্যাতি আসবে হাতের মুঠোয়। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ শুভফল প্রদান করবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে।

মিথুন [২১ মে-২০ জুন]
বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে। দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জনীয়।

কর্কট [২১ জুন-২০ জুলাই]
পাওনা টাকা আদায় হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। ধার কর্জ ঋণ মুক্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। লৌকিকতা পরিহার করা শ্রেয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। দুর্যোগের কালো মেঘ বিরাজ করবে। মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ডাকযোগে শুভ সংবাদ আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। দ্রুতগতির বাহন বর্জনীয়। প্রতিযোগিতায় জয়ী হবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন। শ্রমিক কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। প্রতিযোগিতা বিফলে যাবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দীনতা কাটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে। দাম্পত্য সুখশান্তি ঐক্যতা বজায় থাকবে। প্রেম রোমান্স বিনোদন শুভ। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে। ক্যারিয়ার বিজনেস অর্থভাগ চমকে উঠবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সমালোচনায় বিরক্ত হয়ে ইনস্টাগ্রাম ছাড়ার ঘোষণা পাক অভিনেত্রীর Apr 30, 2025
img
রাখাইনে করিডর দেওয়ার এখতিয়ার এই সরকারের নেই : কায়সার কামাল Apr 30, 2025
img
যে কারণে অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ Apr 30, 2025
img
ত্রিপক্ষীয় আলোচনা শেষ, দ্রুতই শ্রম আইনে সংশোধন Apr 30, 2025
img
লকড হলো সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি Apr 30, 2025
img
গাজীপুরে শ্রমিকদের আন্দোলন, দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা Apr 30, 2025
img
পাকিস্তানের নাগরিকদের প্রতি কোনো অভিযোগ নেই : জাভেদ আখতার Apr 30, 2025
img
ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুন Apr 30, 2025
img
আসামে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট করায় ৩০ জন গ্রেফতার Apr 30, 2025
img
নতুন মামলায় গ্রেফতার সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ৫ জন Apr 30, 2025