তাবলীগ জামাত সংঘর্ষ: সা'দ অনুসারীদের বিরুদ্ধে হেফাজতের কর্মসূচি

ঢাকার টঙ্গীতে তাবলিগের বিশ্ব ইজতেমার জোড়কে কেন্দ্র করে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার সন্ধ্যায় হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় তিনি ইজতেমা মাঠে সংঘটিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আনাস মাদানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সারাদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ মিছিল করবে হেফাজত ও কওমিপন্থি সাদবিরোধী আলেম-ওলামারা।

এছাড়া দেশের প্রত্যেক মসজিদে দোয়া করার জন্য সর্বস্তরের আলেম-উলামা, তাবলিগী সাথী ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান হেফাজত আমীর।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতী জসীমুদ্দীন, মাওলানা ওমর, মাওলানা ইয়াহয়া, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আনাস মাদানীসহ তাবলিগের স্থানীয় মুরব্বি ও সাথীরা।

প্রসঙ্গত, বাংলাদেশে তাবলিগ জামাতের দুগ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে। শনিবার সংঘর্ষের মধ্যে তা ব্যাপক আকার ধারণ করে।

 

টাইমস/ পিআর

Share this news on:

সর্বশেষ