পরকীয়ার জেরে পুলিশ হত্যা, স্ত্রীসহ গ্রেফতার-২

রাজধানীর যাত্রাবাড়ী দয়াগঞ্জ এলাকার একটি বাসার নিচতলায় পরকীয়ার জেরে শ্বাস রোধ করে হুমায়ুন কবির (৪৫) নামে এক পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— নিহত পুলিশ সদস্য খোকনের স্ত্রী সালমা বেগম ও ভাই আল মামুনের স্ত্রীর বোন মরিয়ম আক্তার।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, গত সোমবার সকালে আমরা খবর পেয়ে ওই বাড়ির ভেতর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যানবাহন শাখার পুলিশ সদস্য হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করি। প্রথমে দেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মনে হলেও পরে আমরা জানতে পারি, পরকীয়ার জেরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের ভাই খোকন হাওলাদার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার তদন্তে জানা যায় নিহত হুমায়ুন কবিরের স্ত্রী সালমা বেগম ও ওই ভবনের চারতলায় থাকা তার আত্মীয় মরিয়ম এবং তার আরেক আত্মীয় রাজিবসহ আরও বেশ কয়েকজন মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় জড়িত নিহতের স্ত্রী সালমা বেগম ও তার আত্মীয় মরিয়মকে গ্রেফতার করা হয়। আজ তাদের দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রাজীব নামে এক আত্মীয়র সঙ্গে নিহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী সালমার পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ধারনা করা হচ্ছে। ঘটনার পর থেকে রাজিব পলাতক রয়েছে, তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নিহতের ভাই খোকন হাওলাদার বলেন, আমার ভাইকে গত সোমবার পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এখন পর্যন্ত এই ঘটনার অন্যতম আসামি রাজিব পলাতক রয়েছে। রাজিব আমার ছোট ভাইয়ের সম্বন্ধী, সম্পর্কে আমাদের বিয়াই। আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের স্ত্রী সালমা বেগম ও মরিয়ম এবং রাজিব মিলে শ্বাসরোধ করে হত্যা করে। আমার ভাইয়ের দুটি সন্তান রয়েছে, তাদের এখন কি হবে। যারা আমার ভাইকে এভাবে হত্যা করেছে, আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

নিহত পুলিশ সদস্যের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রামনগরে এলাকায়। তিনি ওই এলাকার মৃত মিরাজ হাওলাদারের ছেলে।

সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসাইন উল্লেখ করেন, সোমবার সকালের দিকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার দয়াগঞ্জ বটতলা সংলগ্ন জজ মিয়ার বাড়ির প্রবেশ পথের ভেতরের অংশে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তিনি মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠান। প্রাথমিক তদন্তে পারিবারিক দৃষ্টিকোণ থেকে জানা যায়, নিহতকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাতি একটা ভালো নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে : দুলু Dec 11, 2025
img
রাষ্ট্রপতির পদ ছাড়ার ইচ্ছা সাহাবুদ্দিনের, দায়িত্বে থাকতে চান নির্বাচন পর্যন্ত Dec 11, 2025
img
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৬ লাখ Dec 11, 2025
img
তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা Dec 11, 2025
img
তফসিলকে স্বাগত জানিয়ে ইসির নিরপেক্ষতা-সক্ষমতা নিয়ে এনসিপির প্রশ্ন Dec 11, 2025
img
তফসিল ঘোষণা গণতন্ত্রের নতুন অধ্যায়: মির্জা ফখরুল Dec 11, 2025
কমলা গাউনে ঝড় তুললেন ফারিন খান Dec 11, 2025
আশনা হাবিব ভাবনার অন্তর্দৃষ্টিপূর্ণ এবং সাহসী বক্তব্য Dec 11, 2025
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি Dec 11, 2025
বিশ্বকাপে মিসর–ইরান ম্যাচ আলোচনায় Dec 11, 2025
img
আমাদের একটাই উদ্দেশ্য- সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন: সিইসি Dec 11, 2025
যে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাদিক কায়েম Dec 11, 2025
সেনা সংকট চরমে: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত ৩ লাখ Dec 11, 2025
২০২৫ সাল হবে বিশ্ব ইতিহাসের দ্বিতীয় বা তৃতীয় উষ্ণতম বছর Dec 11, 2025
img
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার Dec 11, 2025
img
‘রাজাকারের বাচ্চা’ বলা শিক্ষককে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া Dec 11, 2025
img
তফসিলে সন্তুষ্ট বিএনপি, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে: মির্জা ফখরুল Dec 11, 2025
img
নির্বাচনে প্রতি উপজেলায় কাজ করবেন ২ জন ম্যাজিস্ট্রেট Dec 11, 2025
img
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী ওয়েন অ্যালটন Dec 11, 2025
img

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর Dec 11, 2025