অন্তর্বাসে ১৫ কেজি সোনা! বিমানবন্দর থেকে অভিনেত্রী গ্রেফতার
মোজো ডেস্ক 05:13PM, Apr 30, 2025
অন্তর্বাস ও শরীরে লুকিয়ে ১৪.৮ কেজি সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। সোমবার রাতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। তিনি দুবাই থেকে ভারতে ফিরছিলেন।
ডিআরআই সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রানিয়াকে নজরে রাখা হয়। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার পর তাকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং তার অন্তর্বাস ও পোশাক থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সোনা। অভিযানে তার সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানার এক পুলিশ কনস্টেবল, যিনি রানিয়াকে বাইরে বেরিয়ে যেতে সহায়তা করছিলেন বলে অভিযোগ।
রানিয়ার বেঙ্গালুরুর বাসায়ও তল্লাশি চালিয়েছে ডিআরআই। মঙ্গলবার অর্থনৈতিক অপরাধ আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। তদন্তকারীরা এখন পাচারচক্রে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন।
আটক রানিয়া আদালতে দাবি করেছেন, তাকে ব্ল্যাকমেইল করে সোনা পাচারে বাধ্য করা হয়েছে। তবে তদন্তে এ বিষয়ে প্রমাণ খোঁজা হচ্ছে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাণিক্য’ সিনেমায় কন্নড় সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান রানিয়া রাও। তিনি আইপিএস অফিসার কে রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে বলেও জানা গেছে।