চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব, যা বললেন ভাই সোহেল রানা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জনপ্রিয় চিত্রনায়ক রুবেলের মৃত্যুর গুজব। কে বা কারা এই মিথ্যা খবর ছড়িয়েছে, তা স্পষ্ট না হলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রুবেল নিজে। এবার রুবেলের বড় ভাই খ্যাতিমান অভিনেতা ও প্রযোজক সোহেল রানা বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়লেন।

রুবেলের মৃত্যুর ভুয়া সংবাদ ছড়ানোয় এবার কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সোহেল রানা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এমন মিথ্যা তথ্য যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একাধিক ফেক আইডি থেকে ছড়ানো হয়েছে রুবেলের মৃত্যুর গুজব। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোহেল রানা নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘সংযত হও। রুবেলের মিথ্যা মৃত্যুসংবাদ প্রচার করলে এবার কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টের সঙ্গে তিনি দুই ভাইয়ের একটি স্থিরচিত্রও শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় রুবেল সম্পূর্ণ সুস্থ আছে। ভবিষ্যতে যদি কেউ এমন মিথ্যা প্রচার চালায়, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমায় কাজ করেছেন রুবেল। বিশেষ করে অ্যাকশন ছবির এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অবশ্য নতুন কোনো সিনেমায় নিয়মিত দেখা যায়নি তাকে। সর্বশেষ রায়হান রাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ শিরোনামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি।

বর্তমানে রুবেল সুস্থ আছেন এবং নতুন কোনো প্রকল্পে কাজের খবর না থাকলেও তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন, শিগগিরই আবার পর্দায় দেখা যাবে তাকে।

অন্যদিকে, বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা (আসল নাম মাসুদ পারভেজ) সম্প্রতি অভিনয় জগত থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিয়েছেন। শুধু অভিনয় নয়, রাজনীতিতেও আর সক্রিয় থাকবেন না বলে জানিয়েছেন তিনি।

সোহেল রানা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একজন উজ্জ্বল নাম। প্রযোজক হিসেবেও তিনি রেখেছেন অনন্য ভূমিকা। তার প্রতিষ্ঠিত ‘পারভেজ ফিল্মস’ থেকে নির্মিত হয়েছিল দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক ঘটে তার। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র অবলম্বনে নির্মিত সেই সিনেমা দিয়ে তিনি দর্শকহৃদয়ে স্থান করে নেন। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত May 01, 2025
আসিফ মাহমুদের বি'রু'দ্ধে বিক্ষোভ মিছিলে পুলিশ-জনতা হট্টগোল May 01, 2025
img
জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধান পরিবর্তন করতে হবে : নাহিদ May 01, 2025
দুদকের তদন্তে খোঁজ মেলেনি ‘হাওয়া ভবনের’! May 01, 2025
বাংলাদেশে কতো দামে বিক্রি হচ্ছে আইফোন ১৬ প্রো ম্যাক্স? May 01, 2025
খলিফা উমরের শাসনের মতো প্রশ্নবিদ্ধ হোক রাষ্ট্র, যেকারণে এমন চায় হাসনাত আব্দুল্লাহ May 01, 2025
বিভিন্ন রোগের ঔষধ বিক্রির বিষয়ে মুখ খুললেন ডাঃ জাহাঙ্গীর May 01, 2025
শিক্ষার্থীদের মিছিল বন্ধে সরকারের কড়া নির্দেশ May 01, 2025
অ্যাপের থেকে খ্যাপেই বেশি পছন্দ কেন রাইডারদের May 01, 2025
img
টাঙ্গাইলে প্রধান শিক্ষককে অফিস কক্ষে ঢুকে জুতাপেটা, তদন্তের নির্দেশ May 01, 2025