সালমান খানের বিয়ে না করাই ভালো- আমিশা পাটেল

বলিউড সুপারস্টার সালমান খানকে ঘিরে একটি প্রশ্ন বছরের পর বছর ধরে ঘুরে ফিরে আসে— “তিনি কবে বিয়ে করবেন?” কিন্তু বলিউড অভিনেত্রী ও সালমানের সহ-অভিনেত্রী আমিশা পটেলের মতে, সালমানের অবিবাহিত থাকাই সবচেয়ে ভালো।
Filmymantra-র একটি ইউটিউব সাক্ষাৎকারে আমিশা পাটেল তার বলিউডের ২৫ বছরের যাত্রা নিয়ে কথা বলেন। সেই সঙ্গে সালমান খানের সঙ্গে তার সম্পর্ক এবং বিয়ে নিয়ে ব্যক্তিগত মত প্রকাশ করেন।

আমিশা পাটেল বলেন, ‘সত্যি বলতে কি, আমি চাই না সালমান বিয়ে করুক। ও যেমন আছে, তেমনই ভালো। ও একদম কুল।’

তবে একটি #AskAmy টুইটার সেশনে, ভক্তরা আমিশা ও সালমানকে একসঙ্গে দেখে বিয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। অনেকে তো বলেছিলেন, ‘তোমাদের সন্তান অসাধারণ দেখতে হবে।’ আমিশা হাসতে হাসতে সেই মন্তব্য উড়িয়ে দেন এবং বলেন, মানুষ অনেক সময় শুধু চেহারার মিল দেখে এমন চিন্তা করে।

আমিশা ও সালমান একসঙ্গে মাত্র একটিই ছবিতে কাজ করেছেন। সিনেমার নাম- ‘ইয়ে হ্যায় জলওয়া’, এটা ২০০২ সালে মুক্তি পায়। এটি ছিল একটি রোমান্টিক কমেডি ফিল্ম, পরিচালনায় ছিলেন ডেভিড ধাওয়ান। সহ-অভিনেতা হিসেবে ছিলেন ঋষি কাপুর, সঞ্জয় দত্ত, শম্মি কাপুর, কাদের খান প্রমুখ।

আমিশা বলেন, ‘বলিউডে সফল ও ব্যতিক্রমী সম্পর্কের উদাহরণ যেমন আছে, তেমনই কিছু সম্পর্ক বিয়ে ছাড়াও ভালো থেকেছে।’

এ সময় তিনি সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের বিবাহিত জীবনের প্রশংসা করেন এবং হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের পর পরস্পরের প্রতি সম্মান দেখানোর দৃষ্টান্তও তুলে ধরেন।

সালমান খান নিজে যেমন বিয়ে নিয়ে কখনও মন্তব্য করেন না সেভাবে, তেমনি তার বন্ধু আমিশা পাটেলের মতে, সালমান যেমন আছেন, তেমনই ভালো। ভক্তদের জন্য এটা হয়তো হতাশার হতে পারে, কিন্তু আমিশা মনে করেন, ব্যক্তিগত সুখের সংজ্ঞা সবার জন্য একরকম হয় না।

এসএন 

Share this news on:

সর্বশেষ

বাংলাদেশে কতো দামে বিক্রি হচ্ছে আইফোন ১৬ প্রো ম্যাক্স? May 01, 2025
খলিফা উমরের শাসনের মতো প্রশ্নবিদ্ধ হোক রাষ্ট্র, যেকারণে এমন চায় হাসনাত আব্দুল্লাহ May 01, 2025
বিভিন্ন রোগের ঔষধ বিক্রির বিষয়ে মুখ খুললেন ডাঃ জাহাঙ্গীর May 01, 2025
শিক্ষার্থীদের মিছিল বন্ধে সরকারের কড়া নির্দেশ May 01, 2025
অ্যাপের থেকে খ্যাপেই বেশি পছন্দ কেন রাইডারদের May 01, 2025
img
টাঙ্গাইলে প্রধান শিক্ষককে অফিস কক্ষে ঢুকে জুতাপেটা, তদন্তের নির্দেশ May 01, 2025
ট্রেড লাইসেন্স বাতিলে যে প্রতিক্রিয়া জানালো রেস্তোরাঁ মালিক সমিতি May 01, 2025
১১ বছর ধরে ভাত না খাওয়া নিজামের খোঁজ খবর নিতে তারেক রহমানের নির্দেশ May 01, 2025
সাভারে ভোক্তা অধিদপ্তরের অভিযান May 01, 2025
img
খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন জোবাইদা, শামিলা ও তাবিথ আউয়াল Apr 30, 2025