‘আজ সে কাঁদে, কিন্তু সালমানের সঙ্গে সম্পর্ক কখনও স্বীকার করেনি’—ঐশ্বরিয়া প্রসঙ্গে সোহেল খান

বলিউডের অন্যতম চর্চিত প্রেমকাহিনি ছিল সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের। ১৯৯৯ সালে ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির সেট থেকে শুরু হওয়া এই সম্পর্ক ভেঙে যায় মাত্র দু’বছরের মাথায়, ২০০১ সালে।

বিচ্ছেদের পর ঐশ্বরিয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, সালমান খানের হিংসাত্মক আচরণ, মানসিক ও শারীরিক নিপীড়ন, মদ্যপ অবস্থায় কাণ্ডজ্ঞানহীন আচরণ এবং বিশ্বাসঘাতকতার কারণেই তিনি সম্পর্ক থেকে সরে আসেন।

এই মন্তব্য নিয়ে তখন বলিউডে তোলপাড় হলেও সালমান ছিলেন নীরব। তবে ভাইয়ের হয়ে মুখ খুলেছিলেন সালমানের ভাই সোহেল খান।

এক পুরনো সাক্ষাৎকারে সোহেল বলেন, ‘ঐশ্বরিয়া আমাদের পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন, ঘন ঘন আমাদের বাড়িতে আসতেন। কিন্তু কখনও সালমানকে প্রকাশ্যে নিজের প্রেমিক হিসেবে স্বীকার করেননি। তার এই দ্বিচারিতা সালমানকে মানসিকভাবে প্রভাবিত করত।’

সোহেল আরও বলেন, ‘আজ সে কাঁদে, কিন্তু যখন সালমানের সঙ্গে ঘুরে বেড়াত, তখন কি কখনও তাদের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছিল? কোনওদিন নয়। এটাই সালমানকে নিরাপত্তাহীনতায় ভোগাতে শুরু করে।’

এছাড়া সোহেলের দাবি, ঐশ্বরিয়া যখন অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখনও নাকি সালমানের সঙ্গে যোগাযোগ রাখতেন। সেটিই নাকি বিবেক ও সালমানের দ্বন্দ্বের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।

২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। তাঁদের কন্যা আরাধ্যা জন্ম নেয় ২০১১ সালে। সালমান খান এখনও অবিবাহিত।

যদিও দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও, এই সম্পর্কের নানা দিক ও তিক্ততা আজও বলিউডপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রে রয়ে গেছে।


এসএস/এসএন

Share this news on: