দুর্লভ ছবিতে মান্না ও জাহিদ হাসান

সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবিব সেই ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত নায়ক মান্না ও অভিনেতা জাহিদ হাসানকে। কত আগের ছবি এটি জানা যায়নি। তবে ভক্তরা এখনো মান্নাকে মনে রেখেছে। তাই পুরনো এই ছবিতেও চলছে মান্না বন্দনা।

জানা যাচ্ছে, ছবিটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে তোলা। ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত হলিডের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর সামনে মান্না ও জাহিদ হাসান দাঁড়িয়ে রয়েছেন। ছবিটি ফিল্মিয়ান নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।

স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক, শিন্ডলারস লিস্ট অথবা এক্সট্রা টেরেস্ট্রিয়াল (ইটি) মনে করিয়ে দেয় ইউনিভার্সাল স্টুডিওকে।

শুধু স্পিলবার্গই নন, আলফ্রেড হিচকক, স্টিফেন সমার্স, পল গ্রিনগ্রাসের মতো অনেক পরিচালক কাজ করেছেন ইউনিভার্সালের সঙ্গে। পুরনো চলচ্চিত্র স্টুডিওগুলোর অন্যতম ইউনিভার্সাল।

তবে এই ছবি কবেকার, সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না কেউ। সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে গেছে, নেটিজেনরাও পছন্দ করছেন।

আলমগীর নামে একজন লিখেছেন, দুই জগতের দুই কিংবদন্তি অভিনেতা একজন হলেন বড় পর্দার বাংলা চলচ্চিত্রের প্রয়াত শক্তিমান কিংবদন্তি গণমানুষের প্রতিবাদী কণ্ঠস্বর মহানায়ক মান্না আরেকজন হলেন ছোট পর্দার জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি অভিনেতা জাহিদ হাসান। দুজনেই শক্তিমান অভিনেতা এবং অভিনয় কাকে বলে অভিনয় কত প্রকার ও কি কি দুজনের মাঝেই আছে। দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়ক এবং তাছাড়া অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই দুই মহা তারকা। সত্যিকার অর্থে এদেরকেই জাত অভিনেতা এবং অভিনয়ের মাস্টার গুরু।

রুবেল নামের একজন লিখেছেন, বাংলা চলচ্চিত্রের আসল এবং রিয়েল সুপার স্টার ছিলেন নায়ক মান্না।

এ নায়ক পৃথিবীতে হয়তো আর আসবে না।

আরেকজন লিখেছেন, জাহিদ হাসান মান্নার অনেক বড় ফ্যান ছিলেন।

তবে মান্নাকে এখনো এদেশের চলচ্চিত্রপ্রেমীরা ভোলেননি। সেই ছবির নিচে লিখেছেন, মহানায়ক মান্না ভাই কে বেশি মিস করতেছি।

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না মারা যান।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
হত্যা মামলায় আ. লীগের সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী ফের কারাগারে May 01, 2025
ইরেশের পাশে দাঁড়িয়ে জয় বললেন, ‘আমার পাশে কেউ ছিল না’ May 01, 2025
img
ইসরায়েলে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল, জলবায়ু সংকটের আশঙ্কাজনক ইঙ্গিত May 01, 2025
নতুন চরিত্রে মোশারফ করিম May 01, 2025
রিয়াল ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি May 01, 2025
সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি, সত্যি হচ্ছে পাকিস্তানের শঙ্কা? May 01, 2025
কাশ্মির ইস্যুতে ভারতীয় সেনাকে দায়ী করলেন আফ্রিদি May 01, 2025
জুলাই শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে যা বললেন ইলিয়াস May 01, 2025
মানবিক করিডর নিয়ে যে অভিযোগ ভিপি নুরের May 01, 2025
ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত May 01, 2025