সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে একটি ছবিব সেই ছবিতে দেখা যাচ্ছে প্রয়াত নায়ক মান্না ও অভিনেতা জাহিদ হাসানকে। কত আগের ছবি এটি জানা যায়নি। তবে ভক্তরা এখনো মান্নাকে মনে রেখেছে। তাই পুরনো এই ছবিতেও চলছে মান্না বন্দনা।
জানা যাচ্ছে, ছবিটি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে তোলা। ছবিতে দেখা যাচ্ছে বিখ্যাত হলিডের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিওর সামনে মান্না ও জাহিদ হাসান দাঁড়িয়ে রয়েছেন। ছবিটি ফিল্মিয়ান নামের একটি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে।
স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক, শিন্ডলারস লিস্ট অথবা এক্সট্রা টেরেস্ট্রিয়াল (ইটি) মনে করিয়ে দেয় ইউনিভার্সাল স্টুডিওকে।
শুধু স্পিলবার্গই নন, আলফ্রেড হিচকক, স্টিফেন সমার্স, পল গ্রিনগ্রাসের মতো অনেক পরিচালক কাজ করেছেন ইউনিভার্সালের সঙ্গে। পুরনো চলচ্চিত্র স্টুডিওগুলোর অন্যতম ইউনিভার্সাল।
তবে এই ছবি কবেকার, সেসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না কেউ। সামাজিক মাধ্যমে ছবিটি ছড়িয়ে গেছে, নেটিজেনরাও পছন্দ করছেন।
আলমগীর নামে একজন লিখেছেন, দুই জগতের দুই কিংবদন্তি অভিনেতা একজন হলেন বড় পর্দার বাংলা চলচ্চিত্রের প্রয়াত শক্তিমান কিংবদন্তি গণমানুষের প্রতিবাদী কণ্ঠস্বর মহানায়ক মান্না আরেকজন হলেন ছোট পর্দার জনপ্রিয় জীবন্ত কিংবদন্তি অভিনেতা জাহিদ হাসান। দুজনেই শক্তিমান অভিনেতা এবং অভিনয় কাকে বলে অভিনয় কত প্রকার ও কি কি দুজনের মাঝেই আছে। দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নায়ক এবং তাছাড়া অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এই দুই মহা তারকা। সত্যিকার অর্থে এদেরকেই জাত অভিনেতা এবং অভিনয়ের মাস্টার গুরু।
রুবেল নামের একজন লিখেছেন, বাংলা চলচ্চিত্রের আসল এবং রিয়েল সুপার স্টার ছিলেন নায়ক মান্না।
এ নায়ক পৃথিবীতে হয়তো আর আসবে না।
আরেকজন লিখেছেন, জাহিদ হাসান মান্নার অনেক বড় ফ্যান ছিলেন।
তবে মান্নাকে এখনো এদেশের চলচ্চিত্রপ্রেমীরা ভোলেননি। সেই ছবির নিচে লিখেছেন, মহানায়ক মান্না ভাই কে বেশি মিস করতেছি।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তুমুল জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না মারা যান।
এসএন