পাকিস্তান সেনাবাহিনীকে সতর্ক করলো ভারত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্ধুকধারীদের হামলায় গত ২২ এপ্রিল ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয়। যা এখনো চলছে। যত দিন যাচ্ছে এ উত্তেজনা তত বাড়ছে। এরমধ্যে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের মধ্যে ‘হটলাইনের’ মাধ্যমে কথা হয়েছে।

বার্তাসংস্থা এএনআইকে সংশ্লিষ্ট সূত্র আজ বুধবার জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) অপ্ররোচিত গুলিবর্ষণ না করতে পাক সেনাবাহিনীকে সতর্ক করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রটি বলেছেন, “এলওসিতে পাকিস্তানের ‘অপ্ররোচিত লঙ্ঘন’ নিয়ে গতকাল ভারত ও পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকদের মধ্যে হটলাইনের মাধ্যমে কথা হয়েছে। ভারত পাকিস্তানকে পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে সতর্ক করেছে।”

কাশ্মির সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে গত ছয়দিন টানা গোলাগুলির ঘটনা ঘটেছে। দুই দেশের সেনারাই একেঅপরের বিরুদ্ধে আগে গুলি ছোড়ার অভিযোগ করেছে। এরপরই জানা গেলো দুই দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তার মধ্যে আলোচনা হয়েছে।

সীমান্তে পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছে পাক সংবাদমাধ্যম জিও টিভি। এতে বলা হয়েছে, ২৯ থেকে ৩০ এপ্রিল লাইন অব কন্ট্রোলের (এলওসি) কায়ানি এবং মন্ডল সেক্টরের মধ্যে ভারতীয় সেনারা ছোট অস্ত্র ব্যবহার করে অপ্ররোচিত গুলি ছোড়ে। এরপর পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয়। ওই সময় ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা চালানো হয়।

সরকারি টিভি চ্যানেল পিটিভি আলাদা প্রতিবেদেন জানিয়েছে, পাকিস্তানি সেনাদের হামলায় ভারতীয় সেনাদের একাধিক চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়।

পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা যে কোনো মূল্যে নিজেদের অখণ্ডতা রক্ষা করবেন এবং এলওসিতে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা ঘটলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে।

এমনকি আগামী ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি। এমন অবস্থায় উত্তেজনা ছড়িয়েছে কাশ্মিরের আকাশে। ভারতীয় বিমান বাহিনীর ৪টি রাফাল যুদ্ধবিমান কাশ্মির অঞ্চলে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালিয়ে গেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ দাবি করেছে—ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মির অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) প্রতিক্রিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

পিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বিমানবাহিনীর চারটি রাফাল যুদ্ধবিমান কাশ্মিরের ওপর দিয়ে উড়ছিল, যদিও ওই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করেনি।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়, “পাকিস্তান বিমানবাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলো শনাক্ত করে। তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো একপর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়।”

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এর পরও আমাকে ‌‘র’ এর এজেন্ট বললে ধরে নিতে হবে আমার তকদিরে আছে : সালাহউদ্দিন আহমদ Jul 20, 2025
img
কক্সবাজারে এনসিপি নেতার বক্তব্য নিয়ে জেলা বিএনপির বিবৃতি Jul 20, 2025
img
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নিলেন নাহিদ ইসলাম Jul 20, 2025
img
ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর সমাজ উপহার দিতে চাই : আমিনুল হক Jul 20, 2025
img
টেলিগ্রামে বিনিয়োগের নামে প্রতারণা, লাখ টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারক গ্রেফতার Jul 20, 2025
img
আফগানিস্তানের বিপক্ষে অক্টোবরে সিরিজ খেলতে পারে বাংলাদেশ Jul 20, 2025
img
সালাহউদ্দিনকে কটুক্তির ঘটনায় কক্সবাজারে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ Jul 20, 2025
img
জেলখানায় মাদক পৌঁছে দিতে এসে দর্শনার্থী আটক Jul 20, 2025
img
স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে প্রবেশের অনুমতি, মানতে হবে আরও কিছু শর্ত Jul 20, 2025
img
বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করব : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
রাজধানীর পল্লবীতে বাসে অগ্নিকাণ্ড Jul 19, 2025
img
ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান Jul 19, 2025
img
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্য Jul 19, 2025
img
হাসপাতাল থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দিলেন জামায়াত আমির Jul 19, 2025
img
নতুন সংবিধানে সকল জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা হবে : নাহিদ ইসলাম Jul 19, 2025
img
কপিল শর্মার শো’তে এসে বিপদ, পরিণীতি ছুটলেন হাসপাতালে Jul 19, 2025
img
ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো কি এক হতে পারবে? জিল্লুর রহমানের বক্তব্য Jul 19, 2025
img
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের Jul 19, 2025
img
দুবাই‌য়ে ট্রান্সফার ভিসায় সমস্যারত‌দের বিষ‌য়ে নজর রাখছে সরকারঃ আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত Jul 19, 2025
বক্তব্য রাখছেন এটিএম আজহারুল ইসলাম Jul 19, 2025