ভুল করে অমিতাভের রুমে ঢুকে পড়েন মাইকেল জ্যাকসন

নিউ ইয়র্কের একটি অভিজাত হোটেলে সময় কাটাচ্ছিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। হঠাত তার রুমের দরজায় কড়া নাড়ার শব্দ। উঠে গিয়ে দরজা খুলেই হতবাক বিগ- বি! কারণ তার সামনে দাঁড়িয়ে কিং অফ পপ মাইকেল জ্যাকসন!

সম্প্রতি কৌন বানেগা ক্রোড়পতি’-র আসরে এই চমকপ্রদ স্মৃতির ঝাঁপি খুললেন অমিতাভ নিজেই। সেই অজানা কিচ্ছা জানাতে গিয়ে অমিতাভ বললেন, নিউ ইয়র্কের একটি হোটেলে উঠেছিলাম। এমন সময় দরজায় শব্দ পেলাম। কেউ নক করছেন। দরজা খোলামাত্র দেখি মাইকেল জ্যাকসন দাঁড়িয়ে!’

অমিতাভ বললেন, ‘আমি তো প্রায় অজ্ঞানই হয়ে যাচ্ছিলাম! জ্যাকসন মিষ্টি করে হেসে অভিবাদন জানিয়ে খুব মিহি গলায় জিজ্ঞেস করে উঠেছিলেন, “আচ্ছা, এটা কি আপনার ঘর?” আমি “হ্যাঁ” বলতেই, উনি বুঝলেন যে তিনি ভুল ঘরে এসে পড়েছেন।’

ঘটনার এখানেই শেষ নয়। পরে নিজের ঘরে ফিরে মাইকেল একজন সহকারীকে পাঠান অমিতাভের সঙ্গে যোগাযোগ করতে। কারণ তিনি জানতে চেয়েছিলেন কার ঘরে তিনি ভুল করে গিয়ে হাজির হয়েছিলেন। অমিতাভ-ও সেই ডাক পেয়ে জ্যাকসনের ঘরে যান। এরপর শুরু হয়ে তাদের গল্প-আড্ডা।

মাইকেল জ্যাকসনকে নিয়ে অমিতাভ বলেন, ‘সেই প্রথম আলাপে আমি দেখেছিলাম, কতটা নম্র, ভদ্র আর মাটির মানুষ ছিলেন জ্যাকসন, খ্যাতির চূড়ায় থেকেও।’

এসএন 

Share this news on: