ঢাকা থেকে আরাফাত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বরগুনার তালতলীতে মোটরসাইকেল চালক আরাফাত খান হত্যা মামলার প্রধান আসামি সোহেল সিকদারকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে তালতলী থানা পুলিশ।

পুলিশ জানায় আরাফাত খান হত্যার পর থেকেই মূল অভিযুক্ত সোহেল পলাতক ছিল।

প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে বাড্ডা থানার পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে তালতলী থানায় আনা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গত ১ ফেব্রুয়ারি রাতে তালতলীর কচুপাত্রা বাজারে অবস্থানকালে আরাফাত খান ও তার বন্ধু হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই নিহত হন আরাফাত। গুরুতর আহত হন হাবিবুল্লাহ।

এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা আরাফাত সিকদারসহ স্থানীয়ভাবে পরিচিত কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
তবে মামলায় প্রকৃত আসামিদের পাশাপাশি কয়েকজন নিরীহ ব্যক্তিকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর দাবি, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে গিয়ে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

আরাফাত হত্যার প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা দ্রুত বিচার ও মামলা থেকে নিরীহ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আরাফাত হত্যা মামলার মূল অভিযুক্ত আরাফাত শিকদারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি চেয়ারম্যান বরখাস্ত May 02, 2025
img
মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব May 02, 2025
img
ব্রিটিশ রাজার কাছে হাইকমিশনার আবিদার পরিচয়পত্র পেশ May 02, 2025
img
ভারতীয় হাই কমিশনে কাশ্মীরে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা May 02, 2025
img
স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ ও কান কেটে দিলো দুর্বৃত্তরা May 02, 2025
img
মাসিক বিল ছাড়াও আদানির বকেয়া শোধ করছে বাংলাদেশ May 02, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু May 02, 2025
img
এসআই পদের ফলাফলে ভুল রোল নম্বর : পুলিশের দুঃখ প্রকাশ May 02, 2025
img
মানবদেহে বার্ড ফ্লু শনাক্তে যশোরে আইইডিসিআরের টিম May 02, 2025
img
ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতিকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে আদালত May 02, 2025